ভয়েস অফ হ্যালোর ফটোগ্রাফি কনটেস্টের ফলাফল

ভয়েস অফ হ্যালোর ফটোগ্রাফি কনটেস্টের ফলাফল প্রকাশ। এতে সেরা বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে ৩ জন। অভিনন্দন তিন বিজয়ীকে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। ফলাফল প্রস্তুত কারী ও ভয়েস অফ হ্যালোর টিম পরিচালক নওশিন জাহানের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। যিনি এত সুন্দর উপস্থাপনার মধ্যদিয়ে কনটেস্টের ফলাফল পরিচালনা ও বিচার কার্যক্রমে সহায়তা করেছেন।

ভয়েস অফ হ্যালোর ফটোগ্রাফি কনটেস্টের তৃতীয় বিজয়ী হয়েছেন মো: আ: রাহাত

রাহাতের এই ছবিতে আকাশের সূর্যা আলোকের এক অসাধারণ মূহুর্তে তুলে ফুটে ওঠেছে। এরকম নীল আকাশের সাথে বিকেলের মিশে যাওয়া সূর্যের লাল আভারশ্মি কম্বিনেশন মুগ্ধ করে তুলেছে৷ এই ছবিতে কোন প্রকার এডিট করা হয়নি, বিজয় ছবিটি জামালপুর ইজেট মাঠে তুলা। অভিনন্দন মো: আ: রাহাত

প্রতিযোগিতা অংশ করেছিলেন, মো: আ: রাহাত
শিক্ষার্থী, শ্রেনী: ১০ম শ্রেণী, এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়, জামালপুর।

ভয়েস অফ হ্যালোর ফটোগ্রাফি কনটেস্টের দ্বিতীয় হয়েছেন ইহসানুল হক (রোহান)

রোহানের এই ছবিটা আর বাকি দিনগুলোর মতো দেখা ট্রেন হলেও ট্রেনের যে অংশটুকু উনি ফ্রেমবন্দি করেছেন তা অসাধারণ ছিল। ছবিতে ডিটেইলস এবং সার্পনিং এর কন্ডিশন ব্যালেন্সড্ ছিল যা চোখে পড়ার মতো। সাথে কালারটা একদম ন্যাচারালি আসছে। ছবিটা খুব অসাধারণ হয়েছে। অভিনন্দন ইহসানুল হক ( রোহান)

প্রতিযোগিতা অংশ করেছিলেন, ইহসানুল হক (রোহান)
শিক্ষার্থী, প্রথম সেমিস্টার, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট।

ভয়েস অফ হ্যালোর ফটোগ্রাফি কনটেস্টের প্রথম বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন সামিয়া বিনতে করিম।

This image has an empty alt attribute; its file name is sundlower.jpg

প্রথম বিজয়ী সামিয়ার ছবিটাতে একটা চার্মিং কালার ফুটে ওঠেছে। ছবিটি ইনস্টাগ্রামের ফিল্টার এডিট দিয়ে এডিট করেছেন তিনি। ছবির ফোকাস, ব্ল্যারিং, ডিটেইলস সবকিছুই খুব অসাধারণ হয়েছে। অভিনন্দন সামিয়া বিনতে করিম।

প্রতিযোগিতা অংশ করেছিলেন, সামিয়া বিনতে করিম
শিক্ষার্থী, দশম শ্রেণী, নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর।

জামালপুরে প্রথম শিশু-কিশোর ভিক্তিক একটা অনলাইন পোর্টাল www.voiceofhello.com

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.