“দশ বইয়ের ২২ লাইব্রেরি”
নিজের কাছে থাকা কিছু বই নিয়ে সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে ছোট একটি বক্স বানিয়ে এবং সেখানে দশটি বই দিয়ে “টেন বুকস” নামে একটি লাইব্রেরি চালু করে তরুণ হাসান নাহিদ। এরপরে বিভিন্ন জনসমাগম পূর্ণস্থানে যেমন স্টেশন, রাস্তার মোড়, বাস স্ট্যান্ড, সেলুন, চায়ের দোকান, গ্রাম্য বাজার, বিভিন্ন স্কুলে “টেন বুকস” লাইব্রেরি ছড়িয়ে দিয়েছে এ শিক্ষার্থী।
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে বাড়ি হাসান নাহিদের। এবার পোগলদিঘা ডিগ্রী মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষা দিবে তিনি।
যেখানে মানুষ বিনামূল্যে বই পড়তে পারে। যেখানেই জনসমাগম সেখানেই একটি করে “টেন বুকস” লাইব্রেরি। এখন পর্যন্ত ২২ টি “টেন বুকস” লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে এবং আরও কিছু লাইব্রেরি উদ্বোধনের প্রস্তুতি চলছে।
লাইব্রেরিগুলোর সাথে প্রায় পাঁচ শতাধিক মানুষ সরাসরি ভাবে সম্পৃক্ত। লাইব্রেরিগুলোতে যুবকদের আগ্রহ প্রত্যাশার চেয়েও বেশি। প্রতিদিন অসংখ্য মানুষ বই পড়ছে। প্রত্যেকটি লাইব্রেরির বই প্রতি সপ্তাহে একটি লাইব্রেরি থেকে আরেকটি লাইব্রেরির মধ্যে আন্তঃপরিবর্তন করে দেওয়া হয়।
পাঠকগণ প্রতি সপ্তাহে নতুন বই পড়ার সুযোগ পায়। সুস্থ ও মাদক মুক্ত সমাজ গড়তে এবং সৃজনশীলতার বিকাশে বই এর গুরুত্ব অপরিসীম। প্রত্যন্ত এলাকার বৃহত্তর একটি জনগোষ্ঠী যাদের কাছে বই ছিলো সাধ্যের বাইরের বস্তু তারা এখন বিনা মূল্যে বই পড়তে পারছে।
বর্তমানে মুঠোফোন ছেড়ে বই পড়ার প্রতি আগ্রহী হচ্ছে তরুণরা। তাদের মধ্যে বাঙালি সংস্কৃতি, সামাজিক ব্যবস্থা ও রাষ্ট্র সর্ম্পকে সুস্পষ্ট একটি ধারণা তৈরি হচ্ছে এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠছে। বিভিন্ন সামাজিক ব্যাধি যেমন যৌতুক ও বাল্যবিবাহ এর বিরুদ্ধে তাদের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
“ভয়েস অফ হ্যালো”র সাক্ষাৎকারে “টেন বুকস” লাইব্রেরির উদ্যোক্তা হাসান নাহিদ বলেন, প্রথম লাইব্রেরি নিজের কাছে থাকা ১০ টি বই দিয়ে শুরু করি। এরপরে অনেকেই বই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বর্তমানে ২২ টি লাইব্রেরি চলমান রয়েছে।
এ শিক্ষার্থী বলেন, শিক্ষার বিকাশে বর্তমানে লাইব্রেরিগুলো বিশেষ অবদান রেখে চলেছে প্রতিনিয়ত। আমার স্বপ্ন “টেন বুকস” লাইব্রেরি সারাদেশে ছড়িয়ে দেওয়ার। এই স্বপ্ন পূরণে গণমাধ্যমসহ দেশের সচেতন মানুষের সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, ২০২১ সালের ১৫ অক্টোবর তারাকান্দি রেলওয়ে স্টেশনে “টেন বুকস” এর প্রথম লাইব্রেরি উদ্বোধন করা হয়। বর্তমানে এখন পর্যন্ত ২২ টি লাইব্রেরি করা হয়েছে।
প্রতিবেদক- মো: সোহেল রানা
শিক্ষার্থী, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজ।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.