বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালের ১ জুলাই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অল্প পরিসরে বিভিন্ন কার্যক্রম শুরু হলেও বর্তমানে সকল দিক দিয়ে সার্বিকভাবে এর কার্যক্রমের পরিধি বেড়ে চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় লাখো শিক্ষার্থীর হৃদয়ে এক স্বপ্নের জায়গা। প্রতিবছর কয়েক লাখ শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য ভর্তি পরীক্ষার আবেদন করে থাকে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ৫টি ইউনিটে মোট ৬ হাজার ৩৫টি আসনের জন্য ২ লাখ ৯০ হাজার ৩৪১ জন প্রার্থী অনলাইনে ভর্তির আবেদন করেছেন। যার ফলে এবার প্রতি আসনের জন্য ৪৮ জন করে লড়বেন।
ঢাকা বিশ্ববিদ্যালিয়ে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য “ক ইউনিট” এর ভর্তি সম্পর্কিত সকল তথ্য নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন।
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময়: ভর্তি কমিটির নির্ধারিত সময়সূচি অনুসারে, আগামী ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক, খ, গ ও ঘ ইউনিটের পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা)। তবে চারুকলার সাধারণ জ্ঞান পরীক্ষাটি হবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত (৩০ মিনিট)।
আসন সংখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ৫ টি ইউনিটে পরীক্ষা হয়। এগুলো হল ‘ক’, ‘খ’, ‘গ’,’ঘ’, ‘চ’ ইত্যাদি। ‘ক’ ইউনিটে মোট আসনসংখ্যা হলো ১৮৫১ টি, ‘খ’ ইউনিটে আসন ১৭৮৮ টি, ‘গ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৯৩০ টি, ‘ঘ’ ইউনিটে ১৩৩৬ টি এবং ‘চ’ ইউনিটে মোট ১৩০ টি আসন রয়েছে।
‘ক’ইউনিটের অধীনে কোন অনুষদ/ ইনস্টিটিউট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীনে রয়েছে ১০ টি অনুষদ, যেমন: বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি।
ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা:
‘ক’ ইউনিটে পরীক্ষায় প্রার্থীকে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২১ সালের বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা বিজ্ঞান শাখায় IAL/A-Level বা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বা সমমানের) গ্রেডভিত্তিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে চতুর্থ বিষয়সহ ন্যূনতম ৩.৫ জিপিএসহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ হতে হবে।
পরীক্ষার ধরণ, মানবণ্টন ও পরীক্ষার সময়:
‘ক’ ইউনিটের পরীক্ষা MCQ(Multiple Choice Question) এবং লিখিত বা বর্ণনামূলক প্রশ্নে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার মোট নম্বর হবে ১০০। তন্মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ (MCQ) এবং ৪০ নম্বরের লিখিত বা বর্ণনামূলক প্রশ্ন থাকবে। MCQ এর জন্য ৪৫ মিনিট এবং লিখিত এর (বর্ণনামূলক প্রশ্ন) জন্য ৪৫ মিনিট থাকবে। MCQ অংশে প্রতি বিষয়ে মোট নম্বর ১৫ করে, আর লিখিত অংশে প্রতি বিষয়ে মোট নম্বর থাকবে ১০ করে। এ ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান ২ থেকে ৫ এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
উল্লেখ্য, MCQ পরীক্ষায় বাংলায় ন্যূনতম ০৬ নম্বর, ইংরেজিতে ন্যূনতম ০৬ নম্বর, সাধারণ জ্ঞানে ন্যূনতম- ১২ নম্বর পেলে উত্তীর্ণ বলে বিবেচিত হবে। MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী প্রত্যেক গ্রুপের (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার) মোট আসন সংখ্যার কমপক্ষে পাঁচ গুণ লিখিত উত্তরপত্র মূল্যায়ন করা হবে। লিখিত পরীক্ষার অংশে ন্যূনতম ১২ নম্বর পেতে হবে। MCQ ও লিখিত উভয় পরীক্ষা মিলিয়ে সর্বমোট পাস নম্বর ৪০।
এছাড়া, সাধারণ জ্ঞান অংশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বাংলা ও ইংরেজিসহ চারুকলার বিভিন্ন বিভাগ সম্পর্কিত বা বিষয় ভিত্তিক প্রশ্ন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক ঘটনাবলি প্রভৃতি বিষয়ে প্রশ্ন থাকবে।
প্রথমাংশের (সাধারণ জ্ঞান) ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে। এই সাধারণ জ্ঞান পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে শুধুমাত্র প্রথম ১,৫০০ (এক হাজার পাঁচশত) জন পরীক্ষার্থাকে “অঙ্কন’ (ফিগার ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে।
উল্লেখ্য, প্রতি ইউনিটের পরীক্ষার বহু নির্বাচনী অংশে প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা হবে।
সূত্র: এনটিভি
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.