ডপলার ইফেক্ট পর্ব-১

ডপলার ইফেক্ট নামটির সাথে বর্তমানে সবাই পরিচিত। এই তত্ত্বটি জ্যোর্তিবিজ্ঞানের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। মহাকাশে যে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারকা, নিহারিকা, গ্যালাক্সি দেখা যায় এগুলোর একটির সাপেক্ষে অন্যটির গতিও বেগ মাপতে ডপলার ইফেক্ট ব্যবহার করা হয়।

ডপলার ইফেক্টের ফলে তরঙ্গের কম্পাংক ও তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন নির্ণেয় করা যায়। আমরা জানি আলো একধরনের তরঙ্গ সাথে কণার আচরণও করে। ডপলার ইফেক্ট আলোর তরঙ্গ ধর্মের ব্যাখায় ক্রিয়াশীল হয়। ডপলার ইফেক্ট কি আগে জেনে নেই।

যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের একস্থান হতে অন্যস্থানে সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে এটা সকলের জানা রয়েছে।

উদাহরণে দেখাযাক, পুকুরে আমরা ইট বা কোন কিছু দিয়ে ঢিল ছুঁড়ে মারি। এখানে ঢিল ছোঁড়ার পর একটা অবস্থা আমরা সবাই দেখি। তা হলো, পুকুরের যেখানে ঢিল ছুঁড়া হয়েছিল সেখানের কেন্দ্র বিন্দু থেকে ছোট ছোট ঢেউরের সৃষ্টি হয়েছে।

ছবি: ইন্টারনেট

এই ছোট ছোট ঢেউই হচ্ছে তরঙ্গ আর এটা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে ঢিলটি যখন পানিতে আঘাত করে তখন ঔ স্থানের পানিগুলো কনাগুলো আন্দোলিত করে। এই আন্দোলিত কনাগুলো পার্শ্ববর্তী স্থির কণাগুলোকে আন্দোলিত করে। এভাবে একে একে এক কণা থেকে অন্য কণায় স্থানান্তরিত হয়ে পুকুরের সব স্থানেই ছড়িয়ে পড়ে। তবে প্রথমে যে জোড়ালো ঢেউ ছিল পরে তা দেখা যায় না। আস্তে আস্তের পানির ঢাক্কায় উৎপন্ন হওয়া সেই ঢেউ একসময় মিলিয়ে যায়। এটাই হচ্ছে তরঙ্গের বাস্তব উদহারণ।

এছাড়া শব্দের মাধ্যমে এমনকি শূন্যস্থানেও তরঙ্গ রয়েছে। তরঙ্গ হচ্ছে একটা মাধ্যমের ভেতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি পাঠানোর একটা প্রক্রিয়া। যেখানে মাধ্যমের কণাগুলো তার নিজের অবস্থানে স্পন্দিত হতে পারে তবে সেখান থেকে সম্পূর্ণ সরে যাবে না। তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য থাকে। একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গের যে দূরত্ব বা ফাঁক তাকে তরঙ্গদৈর্ঘ্য বলে৷

এখন অনেকে প্রশ্ন জাগতে পারে শিরোনাম হচ্ছে ডপলার ইফেক্টের আর তবেতরঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে ? তবে আপনারা জানেন যে, ডপলার ইফেক্টে তরঙ্গটাই প্রধান। সেই হিসেবেই প্রথমে তরঙ্গ নিয়ে আলোচনা করলাম।

নওশিন জাহান
দশম শ্রেণী, এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়, জামালপুর।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.