২০২২ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশ সবচেয়ে বেশি মুসলিম বসবাস করছে জামালপুরে। জামালপুরে ৯৮ দশমিক ৩৩ শতাংশ মুসলিম বসবাস করছে। দেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।
বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনাতে’-এর প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য এসেছে।
বাংলাদেশে আনুপাতিক হারে মুসলিম জনগোষ্ঠী বাড়ছে। অন্যদিকে, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ও অন্য ধর্মের অনুসারী জনগোষ্ঠী কমছে। চলতি জনশুমারি অনুযায়ী, দেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে দেশে মুসলিম জনগোষ্ঠী এখন ৯১ দশমিক শূন্য ৪ শতাংশ। ২০১১ সালের জনশুমারিতে মোট জনসংখ্যার ৯০ দশমিক ৩৯ শতাংশ ছিল মুসলমান। গতবারের তুলনায় এবারের জনশুমারিতে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১ শতাংশ কমেছে। খ্রিষ্টান ও বৌদ্ধদের আনুপাতিক সংখ্যাও কমছে।
বর্তমানে দেশে বৌদ্ধ জনগোষ্ঠী শূন্য দশমিক ৬১ শতাংশ। আগের শুমারিতে এটি ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ। খ্রিষ্টান ধর্মাবলম্বীর অনুপাত ২০১১ সালের শূন্য দশমিক ৩১ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে। এ ছাড়া অন্য জনগোষ্ঠী এখন মোট জনসংখ্যার শূন্য দশমিক ১২ শতাংশ, যা ২০১১ সালে ছিল শূন্য দশমিক ১৪ শতাংশ।
সবচেয়ে বেশি মুসলিম ময়মনসিংহ বিভাগে
বিভাগ অনুসারে দেখা গেছে, মুসলিম জনগোষ্ঠীর অনুপাত সবচেয়ে বেশি ময়মনসিংহ বিভাগে। সেখানে মোট জনগোষ্ঠীর ৯৫ দশমিক ৫৪ শতাংশ মুসলমান। আর সবচেয়ে কম ৮৬ দশমিক ১৭ শতাংশ রয়েছে সিলেট বিভাগে।
রাজশাহী বিভাগে মুসলিম জনগোষ্ঠী ৯৩ দশমিক ৬৭ শতাংশ, ঢাকায় ৯৩ দশমিক ৩৫ শতাংশ, বরিশালে ৯১ দশমিক ৫২ শতাংশ, চট্টগ্রামে ৯০ দশমিক ১১ শতাংশ, খুলনায় ৮৮ দশমিক ১৮ শতাংশ ও রংপুরে ৮৬ দশমিক ৪১ শতাংশ।
সবচেয়ে বেশি মুসলিম জামালপুর জেলায়
জেলা অনুসারে সবচেয়ে বেশি ৯৮ দশমিক ৩৩ শতাংশ মুসলিম বসবাস করছে জামালপুরে। দ্বিতীয় অবস্থানে থাকা মেহেরপুরে মুসলিম জনগোষ্ঠী ৯৭ দশমিক ৮৫ শতাংশ। এরপরে তালিকায় রয়েছে কুষ্টিয়া জেলার অবস্থান। যেখানে ৯৭ দশমিক ২৩ শতাংশ মুসলিম বসবাস করছে। তথ্য-সূত্র: নিউজবাংলা
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.