মির্জাপুর প্রাচীন শাহী মসজিদ

দেশের সর্ব উত্তরের পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন মির্জাপুর শাহী মসজিদ। মির্জাপুর শাহী মসজিদ একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শন। মসজিদটিকে জেলার পর্যটন শিল্পের অন্যতম উপাদান হিসেবে মনে করা হয়।

প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন মির্জাপুর শাহী মসজিদটি আটোয়ারী উপজেলার মির্জাপুর নামক গ্রামে অবস্থিত হওয়ায় মির্জাপুর শাহী মসজিদ নামকরণ করা হয়েছে।

মির্জাপুর শাহী মসজিদটি মুঘল আমলে প্রতিষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছে মসজিদটি ১৬৫৬ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে। ঢাকায় অবস্থিত হাইকোর্ট মসজিদের নকশার সাথে মির্জাপুর শাহী মসজিদের নকশার অনেক মিল রয়েছে।

তিন গম্বুজ বিশিষ্ট আয়তকার মসজিদটির দৈর্ঘ্য ৪০ ফুট ও প্রস্থ ২৪ ফুট। মসজিদের ছাদে পাশাপাশি ৩টি গম্বুজ এবং চারকোণে ৪ টি চিকন মিনার রয়েছে। মসজিদের ভেতরে প্রবেশের জন্য সামনের দেয়ালে রয়েছে ৩টি দরজা। প্রত্যেক দেয়াল ও দরজায় বিভিন্ন কারুকার্যময় নকশা ফুটিয়ে তোলা হয়েছে।

মসজিদের রয়েছে ফরাসি ভাষায় লেখা একটি শিলালিপি, যা দেখে মোঘল সম্রাট শাহ আলমের রাজত্বকালে মসজিদটি তৈরি করা হয়েছে বলে মনে করা হয়।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.