কোলের শিশুকে নিয়ে মাঠে, মেয়ে ফাতিমাকে ফিফটি উৎসর্গ করলেন বিসমাহ
ছোট্ট মেয়ে ফাতিমাকে সঙ্গে নিয়েই নারী বিশ্বকাপে খেলতে এসেছেন পাক অধিনায়ক বিসমাহ মারুফ। যার ফলে সময়টাকে স্মরণীয় করে রাখতেই এবারের বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি মেয়ে ফাতিমাকে উৎসর্গ করেছেন এই পাক অধিনায়ক।
পাকিস্তানের নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ ছয় মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত চলতি নারী বিশ্বকাপে পাকিস্তান দলের নেতৃত্ব সামলাচ্ছেন তিনি। এক সময়ে মা হওয়ার পর ক্রিকেট ছেড়ে দেবে ভেবেছিলেন মাহরুফ। তবে ১২ মাসের ‘ছুটি’ কাটিয়ে আবার পাকিস্তানের জার্সিতে মাঠে ফিরলেন তিনি। যার ফলে এবার ব্যাট, শিশু দুটোই সামলাচ্ছেন সমান পারদর্শিতার সঙ্গে তিনি। তাই বলা যাচ্ছে বিশ্বকাপে তার সন্তানই এখন দলের ১২ তম সদস্যই অনুপ্রেরণা দিবে।
রবিবার (৬ মার্চ) মাউন্ট মঙ্গানুইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ছোট্ট মেয়ে ফাতিমাকে নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে আসেন বিসমাহ মারুফ। মেয়েকে কোলে নিয়ে তার মাঠে আসার ছবিটি সাথে সাথে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা অনেকের হৃদয় কাড়ে।
শুধু তাই নয়, ম্যাচের পর ফাতিমার সাথে খুনসুটিতে মেতে ওঠেছিলেন ভারতের ক্রিকেটাররা। যেখানে ফাতিমার সঙ্গে সময় কাটান এবং তার কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করে তারা। তবে অবশ্যই সেই ম্যাচে ১০৭ রানে ভারতের কাছে হেরেছে পাকিস্তান।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি হাফ সেঞ্চুরি করেন পাকিস্তান নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ। যেখানে অর্ধশত রান করার পরে বেবি সেলিব্রেশন করেন তিনি। এই ফিফটি বিসমাহ উৎসর্গ করেছেন তার সাত মাস বয়সী কন্যাকে। তবে মায়ের করা এই উৎসর্গ আজ ছোট্ট ফাতেমা বুঝতে না পারলেও তবে ভবিষ্যতে যখনই সে বড় হবে এবং এই মুহূর্তটি দেখবে, তখন সে তার মায়ের জন্য গর্ববোধ করবে।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা কোনো পাকিস্তানি নারী ক্রিকেটারের প্রথম হাফ সেঞ্চুরি। ১১ রানে দল প্রথম ধাক্কা খেলে ব্যাট করতে নামেন বিসমাহ মারুফ। এরপর ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। যেখানে ১২২ বলে ৮ চারে ৭৮ রান করেন বিসমাহ। সূত্র: নট আউট
উল্লেখ্য, গতবছরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ‘প্যারেন্টাল পলিসি’ চালু করেছিল। সেই নীতির লাভ তুলতে পেরেছেন মাহরুফ। গর্ভবতী থাকাকালীন এবং তারপরও কিছুদিন ছুটি পেয়েছিলেন তিনি। তবে এর জন্য তার বেতনও কাটা হয়নি।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.