আমার এ দেশের মেধাবী ছেলে
বিজয় আনলো খেলতে গিয়ে।
এ খেলা শক্তির নয়,নয় যে কিছু আর
এ খেলা হল কিরাত প্রতিযোগিতার।
কুরআনকে ভালোবেসে, রসুলের প্রেমে
তাই তো কুরআনের নুর অন্তরে জমে।
এ বাংলাকে বিশ্ব দরবারে চিনিয়ে দিল তাকরীম
তোমার জন্যে দোয়া করছে সবাই।
বিশ্বসেরা কুরআনের পাখি তুমি
বিজয় তো পাথিব, তুমি দু জগতে দামী।
হাফেজদের অনুপ্রেরণা, আলেমদের চোখের মনি
সকল পরিশ্রমী প্রতিযোগির মডেল তাকরীম।
মাজেদুর রহমান
শিক্ষার্থী, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট (সদ্য পাস)
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.