২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে “ভয়েস অফ হ্যালো”র টিম পরিচালক নওশিন জাহান। সে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিল।
জামালপুর সদর উপজেলার এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল নওশিন জাহান। সদর উপজেলার দিগপাইত ধরণী কান্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বেশ খুশি নওশিন জাহান। এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিল।
শিশু-কিশোর বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন অনলাইন পোর্টাল “ভয়েস অফ হ্যালো” এর প্রতিষ্ঠাতা সদস্য ও টিম পরিচালক নওশিন জাহান। সে পড়াশোনার পাশাপাশি “ভয়েস অফ হ্যালো” তে নিয়মিত লেখালেখি করেন। যেখানে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ধরনের লেখা লেখেন তিনি।
এছাড়া “ভয়েস অফ হ্যালো”র নতুন সদস্য নিয়ে টিম গঠন ও পরিচালনা করেন তিনি। একই সাথে সকল সামাজিক মাধ্যমগুলোতে বিজ্ঞান বিষয়কসহ অজানা নানা ধরনের তথ্যগুলো গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তোলে ধরেন নওশিন।
“ভয়েস অফ হ্যালো” এর টিমের পক্ষ থেকে নওশিন জাহানকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। আগামী পথ চলা শুভ হোক এ কামনা।
শিশু-কিশোর বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন অনলাইন পোর্টাল “ভয়েস অফ হ্যালো”। [শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.