সিম কার্ডের একদিকে কাটা থাকে কেন?

বর্তমান বিশ্বে প্রযুক্তির উন্নতির সাথে সাথে বদলে যাচ্ছে পৃথিবী। মোবাইল ফোনের আবিষ্কারের পর থেকে অনেক কিছুই বদলে গেছে। ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সিম কার্ড। বর্তমানে সিম কার্ড ব্যবহার হলেও খুব তাড়াতাড়ি ই-সিমের ব্যবহার শুরু হতে যাচ্ছে।

আপনি কি জানেন কেন সিম কার্ডের একদিকে কাটা থাকে? বর্তমানে বিশ্বে অনেক ধরনের টেলিকম কোম্পানি রয়েছে। সেই সব সংস্থা প্রচুর পরিমাণে সিম কার্ড তৈরি করে। সবগুলোই একই প্ল্যাটার্নের। একদিকে সামান্য কাটা থাকে। তবে কেন এমনটা থাকে? শুরুর দিকে যে সিম কার্ডগুলো তৈরি করা হয়েছিল, সেগুলোর কিন্তু একটা পাশ কাটা ছিল না। সে সময়ে সিম কার্ড আয়তাকার আকৃতির ছিলো।

যার ফলে অনেক সময় সিমের সোজা বা উল্টো অংশ বুঝতে অসুবিধা দেখা দিতো। অনেকেই সিম লাগাতেন উল্টা করে। এরপর নেটওয়ার্ক না থাকলে আবার সিম সঠিক করে লাগাতে হয়। বার বার এমন হওয়ার ফলে সিমের চিপও মাঝে মাঝে নষ্ট হয়ে যেতে পারে।

এই সমস্যা সমাধানের জন্য সিমের ডিজাইন পরিবর্তন করে টেলিকম কোম্পানিগুলো। আকার পরিবর্তন করার সময় সিম কার্ডের একপাশ কেটে ফেলে। এতে মোবাইল ফোনে সিম কার্ড লাগানো এবং বের করা সহজ হয়েছে। কারণ মোবাইল ফোনের সিম কার্ডের স্লটেও একই আকার রাখা হয়। সিম স্লট ও সিম কার্ডের এই কাটা চিহ্নের পর আর কোনো সমস্যায় পড়তে হয় না।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.