জামালপুর শহরে কর্মহীন অসহায় ও দিন মজুরি মানুষের মাঝে ইফতার বিতরণ করছে জামালপুর স্টুডেন্ট এসোসিয়েশন (জেএসএ) এর প্রতিনিধিরা।
বুধবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় শহরের সর্দারপাড়া, পাঁচরাস্তা সহ কয়েক জায়গায় কয়েকজন তরুণ-তরুণীদের কয়েকজন তরুণ-তরুণীদের দেখা যায়।
করোনার দ্বিতীয় ঢেউে সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে জামালপুরের অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা। জেলার সকল ছাত্রছাত্রীকে বিভিন্ন ইতিবাচক কর্মকান্ডে উৎসাহী করার জন্য বিভিন্ন সময় জামালপুর স্টুডেন্ট এসোসিয়েশন (জেএসএ) ফেইসবুক গ্রুপের এর প্রতিনিধিরা নানা কর্মসূচি হাতে নিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় প্রতিনিধিরা সবাই নিজেদের মাঝে চাঁদা তুলে কর্মহীন অসহায় ও দিন মজুরি মানুষের মাঝে ইফতার বিতরণের আয়োজন করেন।
জামালপুর স্টুডেন্ট এসোসিয়েশনের প্রধান সমন্বয় এম এ তাহের বলেন, জামালপুর স্টুডেন্ট এসোসিয়েশন (জেএসএ) ফেইসবুক গ্রুপের এডমিন-প্যানেলের সবাই নিজেদের মাঝে চাঁদা তুলে এই ইফতারের আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই যেহেতু স্টুডেন্ট, সুতরাং আমাদের সামর্থ্য অনুসারে যতটুকু সম্ভব হয়েছে আমরা ততটুকু চেষ্টা করেছি। আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার।
আমাদের একটাই লক্ষ্য জেলার অন্যান্য স্টুডেন্টরাও যেন এমন সামাজিক ও ইতিবাচক কর্মকান্ডে আত্মনিয়োগ করে। জেলার সাবেক-বর্তমান ছাত্রছাত্রীদের এই প্লাটফর্মের এমন ইতিবাচক কর্মকান্ড চালিয়ে যেতে সকলের সহযোগীতা কামনা করি।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা
[email protected]]
Comments are closed.