About Us – আমাদের সম্পর্কে
শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা এ স্লোগানকে সামনে রেখে “ভয়েস অফ হ্যালো” নামে জামালপুরে প্রথম শিশু-কিশোর ভিক্তিক একটা অনলাইন পোর্টালের যাত্রা শুরু। শিশু-কিশোররা দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধে পরষ্পর সৌহার্দ্যে হয়ে জামালপুরের শিশু-কিশোদের কথাসহ সারা দেশকে সৃজনশীলতায় আলোকিত করবে ইনশাল্লাহ।
নিজেদের লেখার মধ্য দিয়ে প্রজন্মের মিলন মেলায় সামাজিক উন্নয়নের চেতনায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে জামালপুর। ভয়েজ অফ হ্যালোতে শিশু-কিশোররা, শিশু-কিশোর ও নারীবিষয়ক, ছোটগল্প, ফিচার, সায়েন্স ফিকশন, মজার ঘটনা,ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, অনুবাদ, সাহিত্য, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, বিনোদন, মানবিক গল্প, সফলতার ও উদ্যোক্তার গল্প, ভ্রমণ কাহিনী, আপনার জীবনের শৈশবের স্মৃতি ও ভ্রমণ কাহিনী, স্বাস্থ্যবিষয়ক ইত্যাদি লিখতে পারবে।
এছাড়া কিশোরদের তুলা ফটোগ্রাফি ও চিত্রাঙ্কন পাঠিয়ে দিতে পারবেন। এছাড়া শিশুকিশোর বিষয়ে মনে জমে থাকা মতামত, চিন্তা ভালোলাগা হাজারো কথা মুক্তভাবে লিখতে পারবে। এখানে আমরা সকলেই তুলে ধরবো শিশুকিশোর কথা জেলার সকলের মাঝে। শুধু তাই নয় অন্য জেলায় বসবাসকারী শিশু-কিশোররাও লিখতে পারবে।
শিশুর কথা অবহেলিত নয়, তাদের কথাও সমাজের জন্য মূল্যবোধ। এছাড়া বিভিন্ন পেশাজীবি যারা আছেন তারাও শিশুদের জন্য বিভিন্ন পরার্মশ, সাজেশন, মতামত ও স্বাস্থ্য বিষয়ক লেখা দিতে পারবে। “ভয়েস অফ হ্যালো” ভবিষ্যত পরিকল্পনার হিসেবে রয়েছে “ভয়েস অফ হ্যালো”নামে একটি সেবামূলক ফাউন্ডেশন চালু করার। সেবামূলক এই ফাউন্ডেশনটি নারীও শিশুদের সেবা ও অধিকার নিয়ে কাজ করবে।