পরিবেশবাদী সংগঠন ১টাকায় বৃক্ষরোপণের আয়োজনে নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) নগরীর লিডার্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব বিকাশের খুটিনাটি বিষয়, জলবায়ু পরিবর্তনে তরুণদের ভূমিকা, গাইডলাইন, সেফগার্ডিং ইত্যাদি বিষয়ে শিখানো হয়। পরে ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ১টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন, লিডার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু নাসের মো তোহা, এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেনের প্রফেসর ড মুছি সেলভাকুমার পলরাজ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন গ্রিন বাংলা প্রজেক্টের সহকারী প্রজেক্ট ম্যানেজার নুজাবা তাসান্নুম, জাগো ফাউন্ডেশন ট্রাস্টের ট্রেইনার মাইশা ইসলাম, এক টাকায় বৃক্ষরোপণ’র লিগ্যাল এডভাইজার এস এম ওয়াজিদুল আলম।
এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন,ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এরিয়া কোর্ডিনেটর তৌহিদুল ইসলাম, ভলান্টিয়ার ফর বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত আরাফাত।
১টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন বলেন, জলবায়ু সুরক্ষা নিয়ে আমরা ছোট থেকে পড়ে আসলেও এর খুব একটা প্র্যাক্টিস ছিলো না। গত কয়েক বছর ধরে তরুণরা এনিয়ে কথা বলছে। বিশ্বব্যাপী ইনভারোমেন্ট লিডারশিপ কনসেপ্ট বেশ পরিচিতি পেয়েছে। জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় তরুণদের যদি আরও উৎসাহী করা যায় এবং সচেতন করা যায় তবে সুন্দর একটি বাসযোগ্য পৃথিবী গড়া সম্ভব।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.