এক টাকায় বৃক্ষরোপণের নেতৃত্বে শেখ আব্দুল্লাহ-মিজান

পরিবেশবাদী সংগঠন এক টাকায় বৃক্ষরোপণের ২০২৩-২৪ সেবাবর্ষের কেন্দ্রীয় কমিটিতে শেখ আব্দুল্লাহ ইয়াছিনকে সভাপতি ও মো. মিজান উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) অফিসিয়াল ফেসবুক পেইজে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নুরুল আবেদীন রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান,ট্রেজারার রাফি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইফতেখার চৌধুরী আবির, চিফ এক্সিকিউটিভ মেন্বার নাসরিন জাহান দিপা, এক্সিকিউটিভ মেম্বার নিলুফা ইয়াসমিন।

শেখ আব্দুল্লাহ ইয়াছিন বলেন, এক টাকায় বৃক্ষরোপণ জন্মলগ্ন থেকে পরিবেশ রক্ষা ও এসডিজির ১৩নং লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে আসছে। নতুন কমিটি চেষ্টা করবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে। পরিবেশ রক্ষায় আমাদের ভিন্ন ধর্মী কিছু কার্যক্রমের পরিকল্পনা আছে। সকলের সহযোগিতা পেলে তা বাস্তবায়ন করা সম্ভব।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মিজান উদ্দিন বলেন, আমাকে বিশ্বাস করে সংগঠনের এতো বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে সবুজায়ন করতে কাজ করে যাব।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে পরিবেশ রক্ষা, দেশে ২৫ শতাংশ বনায়ন নিশ্চিত ও এসডিজি ১৩নং লক্ষ্যমাত্রা পূরণে কাজ করে যাচ্ছে এক টাকায় বৃক্ষরোপণ। বিভিন্ন স্কুল কলেজে বৃক্ষরোপণ ক্যাম্পেইন, জনসচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। বর্তমানে ৫ হাজারের অধিক গাছ রোপণ করতে সক্ষম হয়েছে দাবি সংগঠনটি।

Comments are closed.