১ টাকায় বৃক্ষরোপণের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

চট্টগ্রাম শহরে সরকারি-বেসরকারিভাবে গাছ রোপণ হচ্ছে ১ কোটি কিন্তু গাছ কাটা হচ্ছে প্রায় ৯ থেকে ১০ কোটি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।

১টাকায় বক্ষরোপণ আয়োজিত ৫ম বর্ষপূর্তি, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও প্লাস্টিক ফ্রি বাংলাদেশ ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত মঙ্গলবার (১১ জুন) চট্টগ্রাম নগরীর শেরশাহ এলাকার ডা মজহারুল হক হাই স্কুলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, শুধু চট্টগ্রাম শহরে গাছ উজার হচ্ছে ৯ কোটি থেকে ১০ কোটির মতো। সেসব কাটা পড়ছে ইট ভাটার জন্য। যাদের কোন লাইসেন্স নেই। মাত্র দেড় হাজার ইট ভাটার লাইসেন্স আছে। অল্প কিছু ইট ভাটা বাদে সবগুলো বৃক্ষ নিধন করছে।

১ টাকায় বৃক্ষরোপণের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, শেরশাহ রাস্তা দিয়ে যখন এই স্কুলে আসছিলাম দেখলাম উন্নয়ন কাজের জন্য অনেক গাছ কাটা হয়েছে। রাস্তা প্রস্থের জন্য যেভাবে রাস্তা দখল হচ্ছে তা ভালো দেখাচ্ছে না। অপ্রয়োজনে কোন গাছ না কাটার অনুরোধ। এর সাথে সংশ্লিষ্টদের আমি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, এই স্কুলের শিক্ষার্থীরা যাতে স্কুলে আসতে অসুবিধা না হয়। তোমরা একমত হলে, সহযোগিতা করলে আমি পুলিশ প্রশাসনকে বলবো এই স্কুল উন্মুক্ত রাখার জন্য। স্কুলটার পরিবেশ অনেক সুন্দর। এটাকে সুন্দর রাখবে।

শেখ আব্দুল্লাহ ইয়াছিন বলেন, শেরশাহ এলাকায় বহু বটগাছ নিধন হচ্ছে। এত সুন্দর একটি এলাকা প্লাস্টিক বর্জ্য ধারা নোংরা হয়ে আছে। এখানের জন সাধারণদের সচেতন করতে আমরা এই উদ্যোগ নিয়েছি।

সকালে র‍্যালির মধ্যে দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নাসিম ফারহানা শিরিন অংশ নেন। পুরো এলাকায় লিফলেট বিতরণ ও র‍্যালি শেষে প্লাস্টিক ফ্রি বাংলাদেশ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান। সেসময় স্কুলের দু শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বেলা ১১টায় আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভা শেষে প্লাস্টিক বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়। পরে আয়োজনের প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দীন কেক কেটে ১টাকায় বৃক্ষরোপণের ৫ বর্ষপূর্তি উদযাপন করেন।

১ টাকায় বৃক্ষরোপণের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

১টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বোর্ডের ডিরেক্টর ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক নাসিম ফারহানা শিরিন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, ওয়াল্ড ভিশন বাংলাদেশের চট্টগ্রামের এপি জন রোজারিও, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য সাবরিনা চৌধুরী, চট্টগ্রাম জেলা যুব ফোরামের সভাপতি ওমর সানি শুভ সহ প্রমুখ।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.