উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি-এইচএসসির অ্যাসাইনমেন্ট

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। বাউবি ওপেন স্কুলের এসএসসি, এইচএসসি ও নিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের বিকল্প মূল্যায়ন হিসেবে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করা হলো।

মঙ্গলবার (১০আগস্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এসএসসি পর্যায়ে নৈর্বাচনিক আটটি বিষয়ে এবং এইচএসসি পর্যায়ে নৈর্বাচনিক পাঁচটি বিষয়ে এ অ্যাসাইনমেন্ট স্বহস্তে লিখে নির্দিষ্ট স্টাডি সেন্টারে জমা দিতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য বাউবির ওয়েব পেজ bou.ac.bd ও bou.ac.bd/index.php/schools/open-school

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.