‘গ্রাম নিখাই গণপাঠাগার’ উদ্বোধন
মিলন স্মৃতি পাঠাগার থেকে বই দিতে বের হতাম প্রত্যন্ত গ্রামে গ্রামে। সেই গ্রামগুলোর মধ্যে একটির নাম গ্রাম নিখাই। সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের নিখাই গ্রামের কথাগুলো বলছিলেন ‘মিলন স্মৃতি পাঠাগারের’ উদ্যোক্তা শেখ মুহাম্মদ আতিফ আসাদ।
শনিবার (১১ সেপ্টেম্বর) নিখাই গ্রামে মিলন স্মৃতি পাঠাগারের সহযোগিতায় একটি শাখা লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে। সাবেক নারী ক্রিকেটার আরিফা জাহান বিথির আর্থিক সহযোগিতায় এবং অভিযাত্রিক ফাউন্ডেশনের দেওয়া বইয়ের সহযোগিতায় ‘গ্রাম নিখাই গণপাঠাগার’নাম দিয়ে উদ্বোধন করা হয়।
শেখ মুহাম্মদ আতিফ আসাদ বলেন, আমার বাড়ী থেকে প্রায় ১০-১২ কিলো মিটার দূরে গ্রামটি। বই দিতে গিয়ে একটু কষ্ট হতো। অনেকক্ষণ সাইকেল চালিয়ে যেতে হতো। তাছাড়া গ্রামে কাঠামোগত শিক্ষার আলো অনেকাংশে কম। সেই হিসেবেই মিলন স্মৃতি পাঠাগারের সহযোগিতায় একটি শাখা লাইব্রেরীর উদ্বোধন করা করলাম।
তিনি আরও বলেন, পাঠাগার করতে আর্থিকভাবে সহযোগিতা করছেন সাবেক নারী ক্রিকেটার আরিফা জাহান বিথি। এভং অভিযাত্রিক ফাউন্ডেশন বই দিয়ে সহযোগিতা করেছন। আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।
‘গ্রাম নিখাই গণপাঠাগার’উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, এ্যাডঃ ইউসুফ আলী, সভাপতি জামালপুর প্রেসক্লাব, বাংলাদেশ বেতারের অনুষ্ঠান উপস্থাপক সজীব দত্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক হুমায়ুন কবির।
ইস্টিশন পাঠাগারের সহ-প্রতিষ্ঠাতা, আবৃত্তিশিল্পী, নাট্যভিনেতা আসাদুজ্জামান রুবেল, মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা আতিফ আসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, তৈয়বুর রহমান,আতাউল গনি,সুরুজ্জামান, আরিফুল হাসান প্রমুখ।
শেখ মুহাম্মদ আতিফ আসাদ
শিক্ষার্থী, অনার্স প্রথম বর্ষ, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.