জোড়দিয়া শেখপাড়া দেশের প্রথম ভ্যাকসিনেটেড গ্রাম

ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম জেলা সাতক্ষীরা বর্তমানে সেখানে করোনার অবস্থা ভয়াবহ। জেলা সদর থেকে ১০ মাইল দূরে জোড়দিয়া শেখপাড়া জেলার অন্যতম প্রত্যন্ত গ্রাম।

এই গ্রামের অনেক মানুষ ভাইরাসের দ্বিতীয় তরঙ্গে আক্রান্ত হয়েছে। তবুও গ্রামবাসীরা ভ্যাকসিন নিতে নারাজ। তবে পরিস্থিতিকে পাল্টে দিয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশী যুবকর্মী, উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন। মাত্র ৫ দিনেই পুরো গ্রামের চিত্র বদলে দিয়েছেন তিনি। গ্রামের তিন শতাধিক মানুষকে ভ্যাকসিনের আওতায় এনেছেন। বেশিরভাগই ভ্যাকসিনের প্রথম ডোজের অধীনে, অন্যরা টিকার এসএমএসের জন্য অপেক্ষা করছে।

উদ্যোক্তা শাকিল হোসেন বলেন, ‘দেশে টিকা আসলেও রেজিস্ট্রেশন জটিলতার ভয়ে গ্রামের মানুষ ভ্যাকসিন নিতে রাজি নয়। তাই প্রাথমিকভাবে গ্রামের যুবকরা ভ্যাকসিনের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিল এবং ভ্যাকসিন নিতে আগ্রহী ছিল। তবে অনেককেই টিকা নিতে আগ্রহী হতে পারিনি। তাই আমরা এলাকার ধর্মীয় প্রতিনিধিদের কাছে বিয়ষটা শেয়ার করি।

তিনি আরও বলেন, ‘মসজিদের ইমাম নামাজের পর এলাকাবাসীদের টিকা নিতে উৎসাহিত করেন। গ্রামবাসীরা ধর্মীয় প্রতিনিধিদের কথা শুনে অধিকাংশই এখন নিয়েছে এবং অনেকে নিতেও আগ্রহ প্রকাশ করেছে।

উদ্যোক্তা শাকিল হোসেন

শাকিল হোসেনের এই উদ্যোগে তরুণ ছাত্র আরাফাত হোসেন, হাসানুর রহমান, মিয়ারাজ হোসেন, সাকিবুর রহমান, মাহবুবুল হক, আজগর আলী, তৌফিকুজ্জামান, এবং রোহেল উদ্দিনসহ গ্রামের অন্যান্যরাও এগিয়ে আসেন।

তরুণরা গ্রামের বিভিন্ন পয়েন্টে মোবাইল রেজিস্ট্রেশন বুথ স্থাপন করে। যেখানে বিনামূল্যে টিকা পেতে নিবন্ধন করতে মসজিদের মাইকের মাধ্যমে ঘোষণা করে। এছাড়া ঘরে ঘরে রেজিস্ট্রেশনের জন্য তারা বাড়িতেও যায় তারা। টিকাদান কেন্দ্রে যথাসময়ে নিবন্ধনকারীদের পেতে এই বিনামূল্যে নিবন্ধন অভিযানটি চালিয়ে যাচ্ছে। সাতক্ষীরার জোড়দিয়া শেখপাড়া সম্ভবত বাংলাদেশের প্রথম গ্রাম যেখানে অধিকাংশ মানুষ ইতিমধ্যেই টিকা নিয়েছে।

শাকিল হোসেনের জন্ম এবং বেড়ে ওঠা সাতক্ষীরায়। সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি তিনি। শাকিল দক্ষিণ -পশ্চিম বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য এই প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেন। শাকিল এইচএসসিতে যশোরের মধ্যবর্তী ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে প্রথম স্থান অধিকার করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করছেন এবং পাশাপাশি অসংখ্য যুব প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন।

শাহিন আলম
সাধারণ সম্পাদক, সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি।
শিক্ষার্থী, সাতক্ষীরা সরকারি কলেজ।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.