করোনা পরিস্থিতিতে বারবার স্থগিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এর আগে দুই দফা ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে স্থগিত ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২০-২১ শিক্ষা বর্ষে ভর্তি পরীক্ষা।
পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে এই ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা। রোববার (২০ জুন) দুপুরে ঢাবি আইবিএ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার ডেইলি বাংলাদেশকে ভর্তি পরীক্ষার নতুন তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চলতি মাসের ৪ জুন এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মুখে গত ২৩ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিত ঘোষণা করা হয় পরীক্ষার আয়োজন।
অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার ডেইলি বাংলাদেশকে বলেন, আমরা মহামারির মধ্যদিয়ে দিন পাড় করছি। সবকিছু অনিশ্চয়তায় মুখে পড়ছে। আমরা বারবার তারিখ ঘোষণা করে বিরূপ পরিস্থিতির কারণে সেই তারিখ আবার স্থগিত ঘোষণা করতে হয়। আমাদের ইনস্টিটিউটের পরীক্ষা আলাদাভাবে হয়। করোনার প্রভাবে অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আমাদেরও একইসাথে পেছাতে হয়েছে।
তিনি আরও বলেন, এখন আগামী ৩০ জুলাই আমরা পরীক্ষার নতুন তারিখ দিয়েছি। পূর্ব ঘোষণা অনুযায়ী এর পরের দিন অর্থাৎ ৩১ জুলাই চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষাও শুরু হবে। সূত্র: ডেইলি বাংলাদেশ
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা
[email protected]]
Comments are closed.