দেখে নিন এবার কত জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিবে

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১৪ লাখ ৭ হাজার ৬০ জন শিক্ষার্থী আবেদন ও নির্ধারিত ফি জমা দিয়েছেন। ২০২০ সালের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন ছিল।

সোমবার (৬ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানা যায়।

আগামী ডিসেম্বরের মাঝামাঝি পরীক্ষা সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এবার কয়েক দফায় এইচএসসির ফরম পূরণ কার্যক্রম হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছেন ৩ লাখ ৭ হাজার ৪৭৮ জন। বরিশাল বোর্ডে ৬৬ হাজার ৯৭৮, চট্টগ্রাম বোর্ডে ৯৬ হাজার ৮১২, কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৭১১, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৩০৬, যশোর বোর্ডে ১ লাখ ২৮ হাজার ৪৫৬, ময়মনসিংহ বোর্ডে ৬৯ হাজার ৩০৭, রাজশাহী বোর্ডে ১ লাখ ৪৬ হাজার ৪৬৯ ও সিলেট বোর্ডে ফরম পূরণ করেছেন ৬৬ হাজার ১০১ জন।

এছাড়া মাদরাসা বোর্ডে ১ লাখ ১১ হাজার ১৩৭ ও কারিগরিতে ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৫ জন।

করোনার কারণে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। প্রায় দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর খুলছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.