পাটের আঁশ দিয়ে ‘রেসিং কার’

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তিন বছরের চেষ্টায় পাটের আঁশ দিয়ে ‘রেসিং কার’ বানিয়েছে। ‘কিলোফ্লাইট আলফা’গাড়িটির নাম দেওয়া হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অম্লান বিশ্বাস, তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাফায়েত সাইমুম, কিলোফ্লাইট টিমের ক্যাপ্টেন এরফান ইসলামসহ ২৮ জন শিক্ষার্থী মিলে ‘কিলোফ্লাইট’ নামে একটি দল গঠন করেন। শিক্ষার্থী ও নিজেদের অর্থায়নে তিন বছরের চেষ্টায় পাটের আঁশ দিয়ে ‘রেসিং কার’তৈরী করা হয়েছে। ‘কিলোফ্লাইট আলফা’ গাড়িটির নাম দেওয়া হয়েছে।

“২০১৮ সালে ‘টিম কিলোফ্লাইট’ গাড়ি তৈরীর কাজ শুরু করেন। যা চলতি বছরের জুলাই মাসে গাড়িটি তৈরি শেষ হয়।” সম্প্রতি “ফর্মুলা স্টুডেন্ট” নামে যুক্তরাজ্যের একটি প্রতিযোগিতায় অংশ নেয় এ রেসিং কারটি।

কিলোফ্লাইট আলফা’ গাড়িটি মূলত ফর্মুলা স্টুডেন্ট ইউকে টার্গেট করে তৈরী করা হয়েছে। এই গাড়িটি পরিবেশবান্ধব পাট দিয়ে বানানো। এটির বডি ও অ্যারো জুট ফাইবার কম্পোজিট দিয়ে প্রস্তুত করা হয়েছে। এতে উন্নত মানের ইঞ্জিন, গিয়ার, ব্রেক, মিটার দেওয়া রয়েছে। চালকের জন্য রয়েছে সুরক্ষাব্যবস্থা। গাড়িটি ঘণ্টায় ১৬২ কিলোমিটার বেগে চলতে পারবে।

এই গাড়িটি দেশের ঐতিহ্যকে ধরে রাখবে। দেশের পাটশিল্পকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। এখন বিশ্বের সবক্ষেত্রে কার্বন ফাইবার ব্যবহার করা হয়।

কিলোফ্লাইট টিমের অধিনায়ক এরফান ইসলাম বলেন, “কুয়েটের সাবেক শিক্ষার্থী ও নিজেদের অর্থায়নে ‘রেসিং কারটি তৈরী করা হয়েছে। গাড়িটি অটোমোবাইলে বাংলাদেশকে এগিয়ে নেওয়া এবং দক্ষ ইঞ্জিনিয়ার তৈরির একটি উদ্যোগ। গাড়িটি পরিবেশবান্ধব পাট দিয়ে বানানো। শিক্ষার্থী ও নিজেদের অর্থায়নে ‘রেসিং কারটি তৈরী করা হয়েছে।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.