বেড়েই চলছে রিপনের অসুস্থতা
ঠাকুরগাঁওয়ের বিশ্ব মানবখ্যাত রিপনের বর্তমানে আবাও শিকড়ের মত গজিয়ে দু হাত ও পায়ে। এই দুই হাত দিয়েই যারতীয় কাজ করছে তিনি। রিপন পীরগঞ্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা মহেন্দ্রনাথের ছেলে।
প্রায় তিন বছর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে নিজ গ্রাম ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফিরেন রিপন। তিনটি অপারেশন করার পর কিছুটা সুস্থ হন। কিন্তু বাড়িতে এসে টাকার অভাবে চিকিৎসা বন্ধ হওয়ায় খারাপ হতে থাকে রিপনের শরীর। রিপনে বর্তমানে হাত ও পায়ের ব্যথায় কাতরাচ্ছে। ভ্যানচালক বাবার সামান্য উপার্জনে রিপনের ৫ সদস্যের পরিবার চলছে করোনার দূর্যোগে সেই উপার্জনে পড়েছে ভাটা।
১৬ বছর বয়সী রিপন ভয়েস অফ হ্যালোর সাক্ষাৎকালে বলেন, আমার হাতে-পায়ে অনেক ব্যথা করে। আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না। আমি সুস্থ হতে চাই। আমি সুস্থ হতে কি পারব? এভাবেই সুস্থ হওয়ার ইচ্ছা পোষণ করে হাজারো প্রশ্ন ঠাকুরগাঁওয়ের বৃক্ষমানব শিশু রিপনের।
রিপনের বিষয়ে স্থানীয় চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় বলেন, করোনা দূর্যোগে নিদারুন কষ্টে আছে রিপনের পরিবার। জীবনের সাথে যুদ্ধ করাই রিপনের পরিবার কেন সরকারি সহায়তা পেল না।
ছেলের চিকিৎসা বিষয়ে ভয়েস অফ হ্যালোকে রিপনের ভ্যানচালক বাবা মহেন্দ্রনাথ বলেন, আমার একা ছেলের চিকিৎসা খরব বহন করা অনেক কষ্ট হয়ে ওঠেছে। সকলের সহযোগিতা পেলে আমার ছেলের চিকিৎসা করাতে পারবো। উন্নত চিকিৎসার জন্য আমি সরকারের কাছে সাহায্য চাই।
মো: পারভেজ হাসান
শিক্ষার্থী, নবম শ্রেণী,পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.