ভাসমান বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে বৈপ্লবিক সূচনা

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত একটি গ্রাম বরুল । এই গ্রামে প্রায় ৭৫০ টি পরিবার বসবাস করে। গ্রামটি যমুনা বেষ্ঠিত বন্যা কবলিত এলাকা। সেখানে প্রতিবছরই বন্যা ও নদী ভাঙ্গন লেগেই থাকে।

সেই গ্রামের যোগাযোগ ব্যাবস্থা খুবই খারাপ । এক মাত্র নদী পথ ছাড়া তাদের গ্রাম থেকে বের হবার অন্যকোন বিকল্প নাই। এই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি নূরানী মাদ্রাসা ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। গ্রামের লেখাপড়ার অবস্থা খুবই নিম্ন পর্যায়ের ও নিম্নমানের। বন্যার সময় ছোট ছোট ছেলেমেয়েরা নদী পার হয়ে স্কুলে যেতেই চায়না, এতে করে ছোট ছেলেমেয়েরা অতি সহজেই লেখাপড়া থেকে বঞ্চিত হয়। এমনকি পড়ালেখায় অনাগ্রহী হয়ে পড়ে।

একসময় ষ্ট্রমী ফাউন্ডেশন-হেইবাডেন এর প্রতিনিধি দল এই এলাকা পরিদর্শন করতে আসলে বিষয়টি তাদের নজরে পরে । তারই প্রেক্ষিতে ষ্ট্রমী ফাউন্ডেশন-হেইবাডেন এর অর্থায়নে উন্নয়ন সংঘ সীডস প্রকল্প বাস্তবায়ন শুরু করে। এলাকার নিরব চাহিদা সংস্থা উপলব্ধি করতে পেরে দাতা সংস্থার নিকট একটা ভাসমান স্কুল চালু করার প্রস্তাব করে। স্ট্রমি ফাউন্ডেশনও বুজতে পারে ভাসমান বিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারলে এলাকার ছেলেমেয়েদের লেখাপড়ার হার বৃদ্ধি পাবে এবং প্রাথমিক শিক্ষার সুব্যবস্থা হবে।

২০১৯সালের ১৭ নভেম্বর উন্নয়ন সংঘ সীডস প্রকল্পের মাধ্যমে একটি ভাসমান বিদ্যালয় তৈরি করে বরুল গ্রামের গন্যমান্য ও প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়। সে সময় এলাকার গন্যমান্য, শিক্ষক,ইউপি মেম্বার,পুরুষ, মহিলা,কিশোর কিশোরী ছোট ছেলেমেয়ে সহ প্রায় ৩৫০ জন লোক উপস্থিত ছিল। এই ভাসমান বিদ্যালয় পেয়ে এলাকাবাসী খুশীতে আত্মহারা হয়ে উঠে। তারা আজ ষ্ট্রমী ফাউন্ডেশন-হেইবাডেন ও উন্নয়ন সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

গ্রামের রওশনারা বলেন যে,এমন স্কুল আমরা কোনদিনও দেখিনাই,আমরা আমাদের সন্তানকে এই স্কুলেই পড়াবো। যারা এই স্কুল দিছে তাদেরকে আমরা ধন্যবাদ দেই।

উল্লেখ্য উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নাধীন ভাসমান নৌকাটি এলাকার অন্যান্য সামাজিক কাযক্রম যেমন বিচার সালিশ, বন্যার সময় উদ্ধার কাজ, কিশোরী শিক্ষা কাযক্রম, ঝরেপড়া শিশুদের নিয়ে ব্রীজ স্কুল কাযক্রম পরিচালিত হয়।অন্যান্য দ্বীপচরবাসী এধরণের ভাসমান বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করেছেন। সূত্র: আজকের জামালপুর

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা
[email protected]]

Comments are closed.