“মাগো”

মাগো, অহর্নিশ তোরে পড়ে
মোর মনে,
সদা তোর মধু-ডাক শুনিতে
চাই পরমে।

মন চেঁচিয়া উঠে লাগি তোর
স্বর শুননে,
দিলকর্ণে শুনায় দে-না তোর
সুতান স্বর চরমে।

মোদের লাগি কত কষ্ট করিস
তুই শয়নে-স্বপনে,
মাগো, পারি কি বল অশ্রু না
ফেলিয়া তোর কর্মে!

যব যাই তোর সামনে অশ্রু
ভেজা আননে,
অমনি আসিস মোর কাছে যতই
থাকিস জরুরি করমে।

মাগো, শুধিতে কি পারিবো মুই
তোর মহামহিম ঋণ,
কতই না কষ্ট দিয়াছি তোরে
সদা ত্রিয়-দিন।

মাগো, যতই করি করম তোর
ঋণে মোর করম ক্ষীণ,
মাগো, দে-না ক্ষমা এই দীনেরে;
কাঁহা পুরঁজন হয় সমীচীন!

মাগো, তুই সেরা, সবার সেরা
তুই সার্বজনীন,
তোর আঁচলে বাঁচিতে চাই
মরিতে চাই সরেজমিন।

লেখক: মো: রাশিদ শাবাব মুফরাদ
শিক্ষার্থী, ৮ম শ্রেণী, হাশেমিয়া কামিল মাদ্রাসা, কক্সবাজার

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা
[email protected]]

Comments are closed.