সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ: শিক্ষামন্ত্রী

করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। প্রায় দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর খুলছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি বলেছেন, আগামীকাল রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে প্রয়োজনে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

শনিবার ( ১১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে পাঠদান বন্ধ ছিল, তবে শিক্ষার্থীদের পড়াশুনা বন্ধ ছিল না। অনলাইন, টেলিভিশন এবং অ্যাসাইমেন্টের মাধ্যমে লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে।

আগামীকাল থেকে সারাদেশে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে। তিনি বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান করা হবে। সংক্রমন না বাড়ে, সে বিষয়টি মাথায় রেখেই ব্যবস্থা নেয়া হয়েছে। তবে সংক্রমন বাড়ার আশঙ্কা দেখা দিলে তাহলে প্রথমে সংক্রমন রোধে ব্যবস্থা নিবো। যদি তারপরও সংক্রমন বেড়ে যায় অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

বিশ্বের অনেক দেশই শিক্ষা প্রতিষ্ঠান খুলে সংক্রমন বেড়ে যাওয়ায় আবার তা বন্ধ করে দিয়েছে। আমরাও শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবো।

শহরের ফৌজদারি মোড়ে জামালপুরে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার নীতিমালা করা হয়েছে এবং সেটি স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে মনিটরিং করার ব্যবস্থা করা হয়েছে। যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান সেটি না মানে, অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

তথ্য ও ছবি: আসমাউল আসিফ
এনটিভি, জামালপুর প্রতিনিধি।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.