ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ কমানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর, প্রতিবাদ আইডিবির

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর থেকে কমিয়ে তিন বছর করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ‘অভিভাবকদের খরচ কমাতে’ এ কোর্সের মেয়াদ এক বছর কমিয়ে আনা উচিত বলে জনান মন্ত্রী। তবে কোর্সের মেয়াদ কমানো নিয়ে শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (আইডিইবি)।

শুক্রবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ প্রতিবাদ জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১২ আগস্ট) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রচলিত চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে রূপান্তরের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। এক্ষেত্রে অভিভাবকদের অর্থ সাশ্রয়ের খোঁড়া যুক্তি দেখিয়েছেন তিনি।

‘বহু পরীক্ষা-নিরীক্ষা ও স্টাডির পর ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের চালু করা চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে নামিয়ে আনার কথা বলে কারিগরি শিক্ষার প্রতি শিক্ষামন্ত্রী চরম অবজ্ঞা, অবহেলার পরিচয় দিয়েছেন। আইডিইবি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার প্রায় একই সময়ে তিন বছরের স্নাতক কোর্স চার বছরে বৃদ্ধি করেছে। পাস কোর্সকে দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করেছে। এসব কোর্সের লাখ লাখ শিক্ষার্থীর অভিভাবকদের অর্থ সাশ্রয়ে ওইসব কোর্সের মেয়াদ একবছর কমানোর কথা কেন তিনি বললেন না?

অন্যদিকে, দেশে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ও ডিগ্রি কৃষি কোর্সকে চার বছর থেকে কমিয়ে কেন তিন বছর করার কথা বললেন না।

‘শিক্ষামন্ত্রী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে কমিয়ে আনার মাধ্যমে দেশের মধ্যমস্তরের প্রকৌশল শিক্ষাকে ধ্বংস করে কার স্বার্থরক্ষা করতে চাচ্ছেন, তা জাতি জানতে চায়। নাকি দেশের পাঁচ লাখের বেশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও সাড়ে চার লাখের বেশি পলিটেকনিক শিক্ষার্থীদের রাজপথে নামিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিব্রত করতে চান’ প্রশ্ন রেখেছে আইডিইবি।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে এমন ষড়যন্ত্র না করার জন্য ও শিক্ষামন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলা হয়, ‘গত ১০ বছর ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে চরম শিক্ষক স্বল্পতা, ল্যাব-ওয়ার্কশপ সমস্যা, শিক্ষক-কর্মচারীদের সমস্যা সমাধানে এবং শিক্ষার মান উন্নয়নে মনোনিবেশ করার আহ্বান জানাচ্ছি’ সূত্র: জাগোনিউজ

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.