যে কারণে আটকে আছে পলিটেকনিকের ভর্তি

ইতিমধ্যেই ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ/সমমান শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। তবে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পলিটেকনিক ইনস্টিটিউটে অনলাইনে ভর্তি কার্যক্রম এখনো শুরু হয়নি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাষ্ট্রীয় কাজে বিদেশে থাকার কারণে আবেদন কার্যক্রম শুরু করতে পারেনি কারিগরি শিক্ষাবোর্ড।

কারিগরির নীতিমালা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা এখনো অনুমোদন হয়নি। শিক্ষামন্ত্রী রাষ্ট্রীয় কাজে বিদেশে থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সোমবার (১২ ডিসেম্বর) ভর্তি নীতিমালা অনুমোদন হলে মঙ্গলবার থেকে আবেদন শুরু হতে পারে।

কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান বলেন, শিক্ষামন্ত্রীর কাছে নীতিমালা পাঠানো হয়েছে। তবে তিনি দেশে না থাকায় তা এখনো অনুমোদন করা হয়নি। আমরা নানাভাবে চেষ্টা করেও সেটি অনুমোদন করতে পারিনি।

তিনি বলেন, রোববার থেকে ভর্তির আবেদন কার্যক্রম শুরু করার চিন্তাভাবনা থাকলেও সেটি সম্ভব হয়নি। মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সোমবার নীতিমালা অনুমোদন হলে তার পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মঙ্গলবার থেকে আবেদন কার্যক্রম শুরু করা হবে।

দেরি করে আবেদন শুরু করায় নির্ধারিত সময়ে ক্লাস শুরু করা সম্ভব হবে কি না জানতে চাইলে আলী আকবর খান বলেন, এবার সাধারণ ও কারিগরিতে একযোগে ভর্তি চলবে। যেহেতু আমাদের এখানে শিক্ষার্থীর চাপ কম থাকে, তাই দুই-তিন দিন দেরি করে আবেদন শুরু হলেও তেমন সমস্যা হবে না। সূত্র: জাগোনিউজ

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.