বিষমুক্ত নিরাপদ সবজি চাষে সফল জামালপুরের চাষিরা

জামালপুরে মেলান্দহ উপজেলায় ১শ একর জমিতে উৎপাদন হচ্ছে বিষমুক্ত নিরাপদ সবজি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) প্রকল্পের আওতায় আবাদ হচ্ছে এ সবজি। বিষমুক্ত সবজি চাষের সফলতায় খুশি কৃষকেরা।

শ্যামপুর ইউনিয়নে ১শ একর জমিতে বিষমুক্ত নিরাপদ সবজি চাষে কৃষকদের ছোট ছোট দলে ভাগ করে অন্তত ৫০০ কৃষক সবজি চাষ করেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১০০ একর জমিতে বিষমুক্ত নিরাপদ সবজি চাষ হয়েছে। করলা, শসা, ধুন্দল, ঝিঙ্গা, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ধরণের সবিজ চাষ করা হচ্ছে। পোকা দমনের জন্য ফেরোমেন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, নীল আঠালো ফাঁদ ব্যবহার করা হয়। এতে জৈব সার ব্যবহার করা হয়েছে।

চাষি দিদারুল আলম বলেন, গত দুই বছর ধরে সবজির চাষাবাদ করছি। এ বছরে সম্পূর্ণ জৈব সার ব্যবহার করেছি। জৈব সার ব্যবহার করায় আমাদের খরচ অনেকটাই কমেছে। লাভ অনেক বেশি হয়েছে। সাড়ে চার বিঘার জমিতে সবজির চাষ করছি। কৃষি অফিসের পরামর্শে বিনামূল্যে বীজ ও সার পেয়েছি।

শ্যামপুর গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, এ বছরের সবজি চাষে আমার ৭০ হাজার টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বিক্রি করেছি। আরও প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার সবজি বিক্রি করতে পারব। আমাদের সবজির চাহিদাও বেশি।

মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, উপজেলায় ১শ একর জমিতে সম্পূর্ণ বিষমুক্ত নিরাপদ সবজি চাষ করা হয়েছে। কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার না করে জৈব সার ব্যবহার করা হয়। পোকা দমনের জন্য ফেরোমেন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, নীল আঠালো ফাঁদ ব্যবহার করা হয়। বাজারে এ সবজির চাহিদা বেশি এবং দামও বেশি। কৃষকেরা নিরাপদ সবজি চাষ করে সফলতা পেয়েছে। ‍সূত্র: ঢাকাপোস্ট

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.