২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা স্বাভাবিকের চেয়ে সংক্ষিপ্ত সিলেবাসে অনেক কম নাম্বারে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে বিষয় ভিত্তিক পরীক্ষার প্রশ্নপত্র ১০০ নম্বরের পরিবর্তে ৪৫, ৫৫ ও ৫০ নম্বরে হচ্ছে। যার ফলে নাম্বার গ্রেড নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে প্রশ্ন জেগেছে।
সাধারণত স্বাভাবিক সময়ে ১০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। তবে করোনাভাইরাসের কারণে ক্লাস কম হওয়ায় কয়েক বছর ধরে স্বাভাবিকভাবে পরীক্ষা নেয়া হচ্ছে না। চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিষয় ভেদে ৪৫, ৫৫ ও ৫০ নম্বর নির্ধারণ করা হয়েছে। কোন বিষয়ে কত নম্বর বরাদ্দ ও এগুলোর পাস নম্বর এখন কত এবং কত নাম্বার পেলে কি গ্রেড আজকের ফিচারে এ বিষয়ে আলোচনা করা হয়েছে।
যেসব বিষয়ের পরীক্ষার নাম্বার ৪৫
পদার্থবিজ্ঞান
রসায়ন
জীববিজ্ঞান
উচ্চতর গণিত
গার্হস্থ্য বিজ্ঞান
কৃষি শিক্ষা
যেসব বিষয়ের পরীক্ষার নাম্বার ৫০
ইংরেজি প্রথম পত্র
ইংরেজি দ্বিতীয় পত্র
যেসব বিষয়ের পরীক্ষার নাম্বার ৫৫
বাংলা প্রথম পত্র
বাংলা দ্বিতীয় পত্র
গণিত
পৌরনীতি
অর্থনীতি
ইতিহাস
ভূগোল
হিসাব বিজ্ঞান
ব্যবসায় উদ্যোগ
ফিন্যান্স ও ব্যাংকিং
৪৫ নম্বরের পরীক্ষায় কত নাম্বারে কত গ্রেড:
বিষয় ভিত্তিক GPA Grade Number
A+ ৩৬ নম্বর
A ৩১.৫ নম্বর
A- ২৭ নম্বর
B ২২.৫ নম্বর
C ১৮ নম্বর
D (পাস নাম্বার) ১৫ নম্বর
৫০ নম্বরের পরীক্ষায় কত নাম্বারে কোন গ্রেড:
বিষয় ভিত্তিক GPA Grade Number
A+ ৪০ নাম্বার
A ৩৫ নাম্বার
A- ৩০ নাম্বার
B ২৫ নাম্বার
C ২০ নাম্বার
D (পাস নাম্বার) ১৬ নাম্বার
৫৫ নম্বরের পরীক্ষায় কত নাম্বারে কোন গ্রেড:
বিষয় ভিত্তিক GPA Grade Number
A+ ৪৪ নাম্বার
A ৩৮.৫ নাম্বার
A- ৩৩ নাম্বার
B ২৭.৫ নাম্বার
C ২২ নাম্বার
D (পাস নাম্বার) ১৯ নাম্বার
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.