চলতি বছরের দাখিল পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। সোমবার (৮ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশ করা হয়।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ১০ অক্টোবর থেকে ১৮ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে।
দাখিল পরীক্ষা ২০২২ এর পরিবর্তিত সময়সূচি
প্রসঙ্গত, গত ১৯ জুন থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে, সিলেটসহ দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় ১৭ জুন এসএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.