ভালো নেই সূবর্ণখালির জেলেরা
১৭৮২ থেকে ১৭৮৭ সালের প্রবল ভূমিকম্প ও বন্যার কারণে দেওয়ানগঞ্জের ঝিনাই খাল থেকে ব্রহ্মপুত্রের নিম্ন প্রবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি হওয়ার আগ পর্যন্ত সূবর্ণখালিই ছিলো জামালপুরের প্রধান নদী। ঐতিহ্যবাহী এ নদী সরিষাবাড়ী এবং পিংনা হয়ে গোপালপুরের মধ্য দিয়ে প্রবাহমান থাকলেও কালক্রমে এ নদীর নাম ও ঐতিহ্য হারিয়ে যায়। দীর্ঘদিন ধরে নদীর দুই ধারে কয়েকশত জেলে বসবাস করে আসছে। একসময় এ নদীতে জাল ফেললেই মাছ পাওয়া যেতো। এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। তাই আক্ষেপের যেনো শেষ নেই জেলেদের।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.