বিশেষ সম্মাননা পেলেন একাত্তর টিভির জামালপুর প্রতিনিধি
”প্রতিবন্ধীত্ব জয়ী অদম্য আকলিমা” শিরোনামে একাত্তর টেলিভিশনে প্রচারিত এই প্রতিবেদনের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন একাত্তর টিভির জামালপুর প্রতিনিধি মামুন আনসারি সুমন। সুমনকে এই সম্মাননা তুলে দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার (৭ জুলাই) জামালপুর সদরের মুকুন্দবাড়িতে হাই-টেক পার্ক ’- এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সকাল সাড়ে ১১টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে মামুন আনসারি সুমনকে বিশেষ সম্মাননা তুলে দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিশেষ সম্মাননা পেয়ে বেশ আনন্দিত একাত্তর টেলিভিশনের জামালপুর প্রতিনিধি মামুন আনসারি সুমন। তিনি বলেন, কাজের জন্য সম্মাননা পাওয়া কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধতা তৈরি করে। শত প্রতিবন্ধকতা পেরিয়ে আমাদের কাজ করতে হয়। সংবাদ কর্মী হিসাবে এই সম্মাননা আমাকে প্রেরণা জোগাবে।
উল্লেখ্য, ২০২১ সালের ২২মে ”প্রতিবন্ধীত্ব জয়ী অদম্য আকলিমা” শিরোনামে একাত্তর টেলিভিশনে এই প্রতিবেদন প্রচারিত হয়। আকলিমা বর্তমানে জামালপুর পৌরসভা অফিসে চাকরী করছে।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.