নোবিপ্রবিতে ভর্তির আবেদনের সময় বাড়ল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তির আবেদনের সময় ৯ ডিসেম্বর রাত ১২টার পরিবর্তে ৬ দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত করা হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের সময় আগামী ১৫ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ভর্তি আবেদন গত ২৪ নভেম্বর থেকে শুরু হয়েছে।

জানা গেছে, মোট ৬টি গ্রুপে ১৩৯১টি আসনে ভর্তি নেওয়া হবে। প্রতি গ্রুপে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। মোট ১৫০ নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করা হবে যাতে ১০০ নম্বর গুচ্ছ ভর্তি পরীক্ষার নাম্বার থেকে যুক্ত হবে এবং ৫০ নম্বর যুক্ত হবে এসএসসি এবং এইচএসসির জিপিএ হতে।

 ‘এ’ ইউনিটের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ,বি,সি এবং ডি গ্রুপের জন্য আবেদন করতে পারবেন। ‘বি’ ইউনিটের মানবিক বিভাগের শিক্ষার্থীরা ডি এবং ই গ্রুপের জন্য আবেদন করতে পারবেন। ‘সি’ ইউনিটের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ডি এবং এফ গ্রুপের জন্য আবেদন করতে পারবেন।

এ গ্রুপে আসন সংখ্যা ৩১৫ টি,বি গ্রুপে আসন সংখ্যা ১৭৫টি,সি গ্রুপে আসন সংখ্যা ২৪৫টি,ডি গ্রুপে আসন সংখ্যা ৩৭৭টি, ই গ্রুপে আসন সংখ্যা ১৬৫টি এবং এফ গ্রুপে আসন সংখ্যা ১১৪টি।

এস আহমেদ ফাহিম
শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা
[email protected]]

Comments are closed.