মেধাবী আলপনার মেডিক্যালে ভর্তির দায়িত্ব নিলেন তরুণ উদ্যোক্তা সৈয়দ মুহাম্মদ রুবেল

ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া দারিদ্র মেধাবী শিক্ষার্থী আলপনা আক্তারের মেডিক্যালে ভর্তি সমস্ত খরচের দায়ি্বে নিয়েছেন তরুণ উদ্যোক্তা সৈয়দ মুহাম্মদ রুবেল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BBA /MBA শেষ করে ম্যানেজিং পার্টনারে রয়েছেন কয়েকটা কোম্পানির রুবেল।

অভাবের পোড় খাওয়া চোখে নিরন্তর স্বপ্ন দেখতেই ভালোবাসেন ভ্যানচালক আফতাবর রহমান। তাইতো ভ্যান চালিয়ে দুই সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

একমাত্র ছেলে মুন্না আলী বাংলা বিষয় নিয়ে চতুর্থ বর্ষে পড়ছেন দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মেয়ে আলপনা আক্তার এবার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির সুযোগ হয়েছে তার।

বড় মেয়ের বিয়ে হয়েছে আর ছোট মেয়ে পড়ছে উচ্চ মাধ্যমিকে। এবার মেয়ের মেডিকেলে পড়ানোর খরচের চিন্তায় রয়েছেন। আফতাবর রহমানের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের ধারিয়া বেলসাড়া গ্রামে। ভিটেমাটি আর ভ্যান ছাড়া কোনো সম্পদ নেই তার।

আফতাবর রহমান বলেন, ভ্যান চালিয়ে ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও মেয়ে দুটোকে পড়াচ্ছি। ছেলে মুন্না আলীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ২৫ শতক আবাদী জমির মধ্যে ৫ শতক জমি বিক্রি করেছি। পরবর্তীতে তার পড়ালেখার খরচ যোগাতে গিয়ে অবশিষ্ট ২০ শতক জমিও বিক্রি করতে হয়েছে। এছাড়াও প্রতিমাসে ৩-৪ হাজার টাকা ছেলেকে ঢাকায় পাঠানো, অন্য দুই মেয়ের পড়ালেখার খরচ এবং সাংসারিক ব্যয় বহনের একমাত্র মাধ্যম তার ভ্যানটি। একদিন ভ্যান নিয়ে না বের হলেই সংসার খরচে টান পড়ে।

তিনি আরও জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুই সন্তান পড়াশোনার সময় ডাচবাংলা ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি পেয়েছিল। এ শিক্ষাবৃত্তির টাকা তার পরিবারের কষ্ট অনেকটাই লাঘব করেছে। মেয়েকে ভর্তি করানোর টাকা যোগাড় করতে বুধবার থেকেই তিনি তার নিকট আত্মীয়দের সঙ্গে কথা বলছেন। তারা আশ্বাস দিয়েছেন ভর্তির টাকা যোগাড় করে দেওয়ার।

কিন্তু তার চিন্তা পরবর্তী খরচ নির্বাহ নিয়ে। আগের দিনগুলোতে ভ্যান চালিয়ে আয় বেশি হলেও থ্রি-হুইলার ও অটোচার্জারের ভিড়ে ভ্যানের যাত্রী পাওয়া দুষ্কর। আবার বাজারে নিত্যপণ্যের দামও বেড়েছে। তবে কেউ যদি আমাদের সহযোগিতা করে অনেক উপকার হবে।

এবার সৈয়দ মুহাম্মদ রুবেল আলপনার স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়িয়ে দিলেন। মেডিক্যালে ভর্তির সহায়তা পেয়ে আলপনার পরিবার বেশি খুশি। এমন কাজে সাহায্য করতে পেয়ে রুবেলও আনন্দিত।

ভ্যানচালক বাবার স্বপ্নপূরণের ইচ্ছা জানিয়ে আলপনা আক্তার বলেন, বাবা অনেক কষ্ট করে পড়ালেখা করাচ্ছেন। চিকিৎসক হয়ে বাবা, মাসহ অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। বাবার স্বপ্ন পূরণে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

সৈয়দ মুহাম্মদ রুবেল আলপনার পরিবারকে সাহায্য করতে পেয়ে বেশ খুশি। রুবেল তার সহায়তার হাতটা সর্বদাই অসহায়দের জন্য উন্মুক্ত রাখবেন বলে জানিয়েছেন রুবেল।

ময়মনসিংহ মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী আলপনা আক্তার বালিয়াডাঙ্গী উপজেলার কুশডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন।

উল্লেখ্য, সৈয়দ মুহাম্মদ রুবেল টু স্টার ম্যানুফেকচারিং ফ্যাশন লিঃ, বিডি এক্সপ্রেস কার্গো লিঃ, চায়না,আমির ট্রেডিং লিঃ, শিপবাজ লিঃ কোম্পানি গুলোতে সফল ব্যবসায়ী হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন। মেধাবী ও দারিদ্র শিক্ষার্থীদের জন্য সর্বদা সহায়তার হাত বাড়িয়ে দিয়ে থাকেন তিনি।  এছাড়া নিজের কোম্পানিগুলোতে মেধাবীদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন

“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.