‘জেলখানা’ শব্দটা শোনার সাথে সাথেই আমাদের চোখে চলে আসে জল। তবে যে জেল কথা বলছি সেটা একটু অন্য জেলের চেয়ে অনেকটা ভিন্ন। বলতে গেলে একে জেলখানা বলার থেকে পারিবারিক পাঁচ তারকা হোটেল বলাই বোধহয় ভালো।
এটি পৃথিবীর সবচেয়ে ভিন্নধর্মী জেলের একটি, যেখানে ৩ বছরের ছোট বাচ্চারা তাদের শাস্তিপ্রাপ্ত বাবা মায়ের সাথে জেলে বসে সময় কাটাতে পারবে। এজন্য শিশুদের জন্য আলাদা করে রয়েছে ‘কিডস প্লেগ্রাউন্ড’, আর দেয়ালজুড়ে রয়েছে চোখ ধাঁধাঁনো সব ডিজনি ক্যারেক্টার। এ সকল জিনিস একজন শিশুর বেড়ে ওঠার জন্য বিশেষ ভূমিকা পালন করে।
সন্তানদের সবচেয়ে বড় শিক্ষার মাধ্যম হলো তার নিজ পিতামাতা। তাই তাদের মানসিক বিকাশের সর্বোচ্চটা অর্জনের জন্য বাবা-মায়ের সাথে সময় কাটানোর বিকল্প নেই।
একটা সম্যক ধারণা পেতে পারেন ভিক্টর ম্যানুয়েল লোজানো নামের এক শিশুর থেকে। ছেলেটা প্রতিদিন স্কুলে যায়, ড্রয়িং শেখে, নার্সারি রাইম আউড়ায়। আর এরপর ফেরে এই জেলখানায়, সেটাই তার পৃথিবী। কারণ, তার মা একজন খুনের আসামী আর বাবা মাদক ব্যবসায় জড়িত থাকার কারণে শাস্তিপ্রাপ্ত। তবে তাই বলে ভালোবাসা বুঝি বেঁধে রাখা যায়? ভিক্টরের বাবা-মায়ের পরিচয় হয় এই জেলের ভেতরেই। বাকিটা তো দেখতেই পাচ্ছেন! সূত্র: রোর বাংলা
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.