খড়খড়ে শুকনো মালভূমি, এটি রয়েছে তুরস্কে। এখানকার পাথরের চাই দেখতে ছুটে আসে দেশ-বিদেশের অসংখ্য পর্যটক।
এই অনুর্বর মালভূমি তুরস্কের কাপাডোসিয়াতে অবস্থিত। এখানে একটি ভূগর্ভস্থ শহর ছিল যেখানে অনেক লম্বা লম্বা চিমনি পাওয়া যায়। সেই শহরটিকে ঘিরে রয়েছে মিথ। এই শহরের ইতিহাস নিয়ে কাজ করছে প্রত্নতাত্ত্বিকরা।
শহরের জনপদ নিয়ে খুব রোমাঞ্চকর তথ্যও মিলেছে ইতোমধ্যে। সে শহরের মানুষজন ঠিক কি কারণে নিশ্চিহ্ন হয়ে গেছে তা আজও জানা যায়নি। তবে এই মালভূমিটি টিকে রয়েছে নানা বৈচিত্র্যকে সঙ্গী করে। পাথরের ছোট ছোট গুহাগুলোও দেখার মতো।
এখানকার প্রাকৃতিক বৈচিত্র্যের ওপর ভিত্তি করে পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রমধর্মী মালভূমি হিসেবে জায়গা করে নিয়েছে এটি। পৃথিবীর সেরা ১০ প্রাকৃতিক বিস্ময়ের একটি এটি।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা
[email protected]]
Comments are closed.