চিংড়ির খোলসের আদলে কংক্রিটের তৈরি নকশা

গলদা চিংড়ির খোলসের আদলে কংক্রিটের তৈরি নকশা অনেক বেশি মজবুত। এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার একটি গবেষণা। গবেষকেরা জানান জটিল স্থাপত্যগুলোকে আরো মজবুত করার লক্ষ্যে এ নকশা অনেক বেশি কার্যকরী হবে।

নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, গবেষকেরা মূলত গলদা চিংড়ির প্রাকৃতিক প্যাঁচানো গঠন দেখে কংক্রিটে সেই নকশা থ্রিডি প্রিন্টের মাধ্যমে তৈরি করতে সচেষ্ট হয়েছেন। মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয় এই গবেষণাটি করেছে।

সেখানে দেখা গেছে, লোহার সাহায্যে কংক্রিটে গলদা চিংড়ির খোলসের মতো প্যাঁচানো নকশা করলে তা আরো বেশি টেকসই হয়। এক্ষেত্রে থ্রিডি প্রিন্ট প্রযুক্তির সাহায্যে একের উপর এক ধাপ বসিয়ে কংক্রিটে নকশা করা হয়।

শীর্ষ গবেষক জোনাথন ট্রান জানিয়েছেন, গলদা চিংড়ির খোলসের আকৃতি বরাবরই আমায় অনেক বেশি আকৃষ্ট করে এবং খোলকটি আশ্চর্যজনকভাবে খুব শক্ত।

জোনাথন আরো জানান এই নকশা ভবিষ্যতে চ্যালেঞ্জিং অথবা প্যাঁচানো আকৃতির জটিল স্থাপত্যগুলো তৈরি করতে সাহায্য করবে। সূত্র: ডেইলি বাংলাদেশ

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা
[email protected]]

Comments are closed.