ভয়েস অফ হ্যালোর ফটোগ্রাফি কনটেস্টের তৃতীয় বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন মো: আ: রাহাত।
তৃতীয় বিজয়ী রাহাতের এই ছবিতে আকাশের সূর্যা আলোকের এক অসাধারণ মূহুর্তে তুলে ফুটে ওঠেছে। এরকম নীল আকাশের সাথে বিকেলের মিশে যাওয়া সূর্যের লাল আভারশ্মি কম্বিনেশন মুগ্ধ করে তুলেছে৷ এই ছবিতে কোন প্রকার এডিট করা হয়নি, বিজয় ছবিটি জামালপুর ইজেট মাঠে তুলা। অভিনন্দন মো: আ: রাহাত
প্রতিযোগিতা অংশ করেছিলেন, মো: আ: রাহাত
শিক্ষার্থী, শ্রেনী: ১০ম শ্রেণী, এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়, জামালপুর।
জামালপুরে প্রথম শিশু-কিশোর ভিক্তিক একটা অনলাইন পোর্টাল www.voiceofhello.com
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.