বৃক্ষের পাতা, ফল ও বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমাদের বাড়িঘর ও আসবাব তৈরি করা হয়। ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউটের মতে, বর্তমান বিশ্বের বনভূমি উজাড় হতে হতে এখন অর্ধেকে এসে নেমেছে। এর ফলে বিশ্ব পরিবেশ হুমকির মুখে পড়েছে।
বৃক্ষের প্রয়োজনীয়তা কয়েকটি দিক তুলে ধরা হলো:
১. বৃক্ষ প্রাণিজগতের খাদ্যের জোগানদাতা।
২. বৃক্ষ আমাদের জ্বালানির কাঠ প্রদান করে।
৮. বিভিন্ন শিল্পের কাঁচামালে জোগান দেয় বৃক্ষ।
৯. বৃক্ষের কাঠ দিয়ে কাগজ ও পেনসিল তৈরি করা হয়।
৬. গাছপালা আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য রক্ষা করে।
৫. কাঠ দিয়ে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র তৈরি করা হয়।
৩. গাছপালা সকল মানুষসহ সকল প্রাণিদের অক্সিজেন প্রদান করে।
৪. গাছপালা পরিবেশের বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড গ্যাস শোষণ করে।
৭. গাছপালা সকল প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে জনজীবনকে সুরক্ষা দেয়।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.