ভারতের অন্যতম সুন্দর একটি জায়গা হিসেবে পরিচিত “থর মরুভূমি” (Thar Desert)। এটি ভারতের রাজস্থানের জয়সালমিরের অবস্থিত। “থর মরুভূমি” যেখানে ‘থর’ শব্দটি এসেছে ‘থল’ থেকে যার অর্থ হল বালির পাহাড়।
থর মরুভূমির বেশির ভাগ অংশ রয়েছে রাজস্থানে। আর বাকিটা রয়েছে হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের দক্ষিণ ভাগে, গুজরাট রাজ্যের উত্তরভাগে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের পূর্ব অংশে এবং পাঞ্জাব প্রদেশের দক্ষিণ-পূর্ব অংশে।
এই মরুভূমির উত্তরে শতদ্রু নদী, পূর্বে আরাবল্লী পর্বতমালা, দক্ষিণে কচ্ছ জলভূমি এবং পশ্চিমে সিন্ধু নদী। থর মরুভূমি প্রায় আড়াই লক্ষ বর্গ মাইল জুড়ে বিস্তৃত। সেখানে দ্রাবিড়-সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো ও হরপ্পারা বাস করে। এই মরুভূমিতে তাপমাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত ওঠে। মরুভূমিতে প্রচুর বালি দেখা মিললেও বালির সাথে রয়েছে লালচে ও বাদামি মাটি। অনেক জায়গায় বালি ও মাটি বেশ লবণাক্ত। এর ফলে বেশ কয়েকটি লবণ হ্রদ সৃষ্টি হয়েছে।
সোনালি বালিয়াড়ির সৌন্দর্য আর রঙিন রাজস্থানের সংস্কৃতি ও কৃষ্টি এই মরুভূমিকে করেছে অনন্য এক পর্যটনস্থান। এখানে মাইলের পর মাইল চোখে পড়ে সোনারাঙ্গা ঢেউ খেলানো বালুর জগত।
এখানে রয়েছে বুনো উট। মরুভূমির বুকের এই উটকে মরুভূমির জাহাজ বলেই চিনে থাকে। এই উটের পিঠে চড়ে ঘুরে বেড়ানোও যায়। বালিয়াড়ির মধ্যে দেখা যায় খেজুর ও ‘জাল’ গাছ। এখানকার উটের প্রিয় খাবার ‘ফগ’ এর ঝোপ।
মরুভূমির সমতল এলাকায় কের, কুল, আঁকরা, ঝুঝনি নামের নানা রকমের গাছ চোখে পড়ে। শুধু গাছপালাই নয়, অন্ধকার নামলেই বেরিয়ে আসে নানা ধরনের গিরগিটি আর গোসাপ পুরো সারা মরুভূমি চরে বেড়ায় কৃষ্ণসার হরিণ। সেখানে আরও দেখা যায় বুনো শুকুর, মরু-ইঁদুর,ব্যাঙ,নীল গাই। এই মরুভূমিতে সিংহ আর বুনো গাধাও রয়েছে। এই বন আসলে থর মরুভূমিরই পশ্চিম অংশের ঘাসে ঢাকা অংশ।
এছাড়া সেখানে নানার রকমের পাখিও দেখতে পাওয়া যায়। এদের মধ্যে রয়েছে ফ্লেমিঙ্গো পাখির দল, বুলবুল, ঘুঘু, পায়রা, দোয়েল, চিল, বালি-মোরগ, বাস্টার্ড আর ময়ূর ইত্যাদি।
থর মরুভূমির বুকে সানসেট পয়েন্টে সূর্য ডোবার অপরূপ দৃশ্য দেখা যায়। পশ্চিম আকাশে মস্ত বড় সূর্যটা বালুর বুকে ডুবে গিয়ে আকাশে ছড়িয়ে দেয় গোধূলির রক্তিম আভা।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.