জামালপুরে প্রথম শিশু-কিশোর ভিত্তিক একটা অনলাইন পোর্টাল “ভয়েস অফ হ্যালো” ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশ নিয়ে আপনার পছন্দের ছবি ছড়িয়ে দেন সকলের মাঝে।
ফটোগ্রাফি প্রতিযোগিতা
voice_of_hello_ফটোগ্রাফি_21_1
১) সংগৃহিত ছবি গ্রহণযোগ্য নয়।
২) প্রতিযোগিতা শেষ হওয়ার আগে এই ছবি অন্য কোন পেজ বা গ্রুপে পোস্ট করা হলে পোস্টে ভয়েস অফ হ্যালো গ্রুপ উল্লেখ করে পোস্ট করতে হবে।
৩) লাইক, কমেন্ট ও বিচারক মন্ডলীর নেওয়া সিদ্ধান্ত চুড়ান্ত।
৪) কোন প্রকার এডিট করা হলে তা উল্লেখ করতে হবে।
৫) লাইক কমেন্ট বাড়াতে মেম্বার এড করে লাইক, কমেন্ট ও বোনাস পয়েন্ট পেতে পারেন।
৬) বোনাস পয়েন্টের জন্য অবশ্যই মেম্বার এড করে প্রতিযোগির কমেন্টে স্ক্রিনসট দিতে হবে।
৭) প্রতিযোগিতায় বিচারক দের সিদ্ধান্তই চূড়ান্ত।
৮) উস্কানীমূলক কোন ছবি সহ যেকোনো পোস্ট কর্তৃপক্ষ ডিলিট করার অধিকার রাখে।
৯) একজন একাধিক বার অংশগ্রহণ করতে পারবেন।
১০) প্রতিযোগিতায় সেরা প্রথম ৩জনকে পুরষ্কার দেওয়া হবে।
১১) যে কোনো প্রতিযোগীর পক্ষ থেকে অন্য কেউ মেম্বার এড করে প্রতিযোগীর পোস্টে কমেন্টে স্ক্রিনশট দিয়ে তার নাম্বার ইম্প্রুভ করতে পারবে।
১২) অবশ্যই #voice_of_hello_ফটোগ্রাফি_21_1হ্যাসট্যাগ উল্লেখ করতে হবে
১৩/ প্রতিযোগিতা চলবে আগামী জুলাই মাসের ২৫ তারিখ পযন্ত।
১৪/ফেসবুক গ্রুপে https://www.facebook.com/groups/391565801820976 গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
বি.দ্র. প্রতিযোগিতা চলাকালে শর্ত সমূহ পরিবর্তন বা পরিবর্ধন করা হতে পারে।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা
[email protected]]
Comments are closed.