মৌলভীবাজারে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র ২ টি ক্যাম্পেইন
জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, মৌলভীবাজার জেলা শাখা” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও রক্তদানে উদ্ভুদ্ধ করণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ই আগস্ট) মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস প্রাঙ্গণে এবং মোহাম্মদ ইসরাইল আলহাজ্ব মোহাম্মদ আমীর উচ্চ বিদ্যালয় ও মাতারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস প্রাঙ্গণে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, মৌলভীবাজার জেলা শাখা” এর ক্যাম্পেইনটির শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ মিজানুর রহমান।
তিনি বলেন, “মৌলভীবাজার জেলার মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে রক্তদানের কার্যক্রমকে পলিটেকনিক ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-র ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এ ধরণের কাজকে সবসময় উৎসাহিত করি। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক কাজেও যুক্ত থাকা উচিত।”
ক্যাম্পেইনে যুক্ত হতে ঢাকা থেকে উপস্থিত হয়েছিলেন অত্র সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব আনিসুজ্জামান নাহিদ এবং প্রধান সমন্বয়ক জনাব এহসানুল হক জয়। এছাড়াও যুক্ত ছিলেন সিলেট বিভাগীয় সমন্বয়ক ও সিলেট বিভাগীয় সহ-সমন্বয়ক।
সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব আনিসুজ্জামান নাহিদ বলেন, “মানুষের কল্যাণে মানবতার কল্যাণে আমরা সারাদেশব্যাপী কাজ করে যাচ্ছি। এক জেলা থেকে আরেক জেলায় ছুটে যাচ্ছি স্বেচ্ছাসেবীদের সক্রিয় করতে। এর আগে আমরা সারাদেশে ১৮ টি ক্যাম্পেইন সুসম্পন্ন করেছি। ইনশাআল্লাহ্ বাংলাদেশের ৬৪ জেলায় আমরা ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করবো।”
সংগঠনের প্রধান সমন্বয়ক জনাব এহসানুল হক জয় বলেন, “বর্তমান বিশ্বে প্রায় সকল কাজে নিজেদের রক্তের গ্রুপ জেনে রাখা অতীব গুরুত্বপূর্ণ। জরুরী মুহূর্তে দ্রুত রক্তের সরবারাহ পেতে এটি অত্যান্ত কার্যকর ভূমিকা পালন করে।
‘যদি জানা থেকে নিজের রক্তের গ্রুপ, তবে জরুরী মুহূর্তে উপকারে আসবে এটি খুব’ এই স্লোগানকে সামনে রেখে রক্তদানের সচেতনতা মৌলভীবাজারের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে আজ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ও মোহাম্মদ ইসরাইল আলহাজ্ব মোহাম্মদ আমীর উচ্চ বিদ্যালয়ে সারাদিন ব্যাপি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও লিফলেট বিতরনী কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত কার্যক্রমে সহযোগিতা করার জন্য প্রতিষ্ঠান দুটির সকল শিক্ষক-শিক্ষার্থীদের জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাই বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর সিলেট বিভাগীয় সমন্বয়ক তারেকুল ইসলাম, সহ-সমন্বয়ক সাকলাইন মোস্তাক হৃদয় ও মৌলভীবাজার জেলা সমন্বয়ক আহমেদ সুমন সহ ক্যাম্পেইনে উপস্থিত থাকা সকল স্বেচ্ছাসেবীদের।”
উল্লেখ্য, পলিটেকনিক ইন্সটিটিউট ও ২ টি স্কুল মিলে মোট ৯৬২ জন শিক্ষার্থীকে উক্তদিন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে। সারাদেশ ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের অংশ হিসেবে মৌলভীবাজারে সংগঠনটির ১৯ তম এবং ২০ তম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আনিসুজ্জামান নাহিদ
প্রতিষ্ঠাতা ও পলিচালক বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.