চলতি আলিম পরীক্ষার দুই বিষয়ের সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড। সেই দুটি বিষয় হলো, হাদিস ও উসুলুল হাদিস এবং আল ফিকহ ও পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়)।
রোববার (৫ ডিসেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করছে বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত মাদরাসা শিক্ষাবোর্ডের অধীন চলমান আলিম পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ বিষয়ের পরীক্ষা আগামীকাল (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এছাড়া আল ফিকহ ও পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষাটি আগামী ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
দুই বিষয়ের পরীক্ষাই সকাল ১০টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে অন্যান্য বিষয়ের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
মাদরাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, ‘অনিবার্য কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এর বেশি কিছু বলা যাচ্ছে না।’ সূত্র: জাগোনিউজ২৪.কম
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]] Post Views: 38
Comments are closed.