জামালপুরের মেলান্দহে গ্রামীণ সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া নারীর দৈনন্দিন সমস্যা সমাধানের কাজ করছে সরকারের ‘তথ্য আপা’ প্রকল্প। একই সাথে বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সহিংসতা, জঙ্গিবাদ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করছে এই প্রকল্প।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তৃণমূল পর্যায়ে নারীদের এগিয়ে নিতে আলোর পথ দেখাচ্ছে ‘তথ্য আপা’। তথ্য কেন্দ্রে নারীদের সমস্যা চিহ্নিত করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পাশাপাশি বিভিন্ন বিষয়ে নারীদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে তারা। এছাড়া বাড়িতে বাড়িতে গিয়ে গ্রামের দরিদ্র নারীদের তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করে আসছেন তারা।
মেলান্দহ উপজেলা ‘তথ্য আপা’ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার দুইটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করছে সরকারের ‘তথ্য আপা’ প্রকল্প। এ তথ্য আপা কেন্দ্রে একজন তথ্য আপা (তথ্য সেবা কর্মকর্তা) ও দুজন সহকারী রয়েছেন। তথ্য আপা দ্বিতীয় প্রকল্পে এ তথ্যকেন্দ্রে উঠান বৈঠকের মাধ্যমে সেবা প্রদান করা হয় ১ হাজার ৮৭৫ জনকে। ডোর টু ডোর সেবা প্রদান করা হয় ১৩ হাজার ৭৪৩ জনকে।
এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের নিয়ে উঠান বৈঠক করানো হয়। যেখান বিভিন্ন দপ্তরের বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে অংশ নেওয়া নারীদের শিক্ষা, কৃষি, আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, কম্পিউটার প্রশিক্ষণ, চাকরির আবেদন, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা, ভিজিডি কার্ডসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করা হয়।
উপজেলার ফুলকোচা গ্রামের তাহমিনা আক্তার বলেন, ‘তথ্য আপা অফিসে গিয়ে দুইবার চাকরির আবেদন করেছি। বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবাও দিচ্ছে, ধন্যবাদ জানাই তথ্য আপাকে।’
নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় ফুলবানু বলেন, ‘কয় দিন আগে বাড়িতে আসছিল, ডায়াবেটিস পরীক্ষা করছি টাকা-পয়সা লাগে নাই।’
তথ্য সেবা কর্মকর্তা সানাজিদা আক্তার বলেন, ‘তৃণমূলের নারীদের সেবা প্রদান করাই এই প্রকল্পের কাজ। আমরা পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করে যাচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গ্রামীণ সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া নারীর দৈনন্দিন সমস্যা সমাধানের কাজ করছে। এ প্রকল্পের আওতায় নারীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা হচ্ছে।
মো: নয়ন হাসান রাকিব
শিক্ষার্থী, ৮ম পর্ব, জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট, জামালপুর।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা
[email protected]]
Comments are closed.