বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র ২১ তম ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

“বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, কুমিল্লা জেলা শাখা” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও রক্তদানে উদ্ভুদ্ধ করণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এরআগে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ই আগস্ট মৌলভীবাজারে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’ ২ টি ক্যাম্পেইন করেছে।

শনিবার (২০ আগস্ট) কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

“বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, কুমিল্লা জেলা শাখা” এর ক্যাম্পেইনটির শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব এম. নার্গিস আক্তার।

তিনি বলেন, “সমাজের অবক্ষয় দূর করতে ছাত্র সমাজের এ ধরণের স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থাকাকে আমি সাধুবাদ জানাই। আজকের এই ক্যাম্পেইনের মাধ্যমে বহু শিক্ষার্থী উপকৃত হবে এবং এই ধারাটা অব্যহত থাকুক। বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর এই কার্যক্রম সারাদেশব্যাপী ছড়িয়ে যাক। কাজের মাধ্যমে আমি পৃথিবীতে কি অর্জন করলাম এই চিন্তাভাবনা যদি আমাদের মাঝে আসে তাহলে আমাদের ভালো কাজ করার সুযোগ আসে বা ভালো কাজ করার ইচ্ছা জাগে। সেই ইচ্ছাটাকে কাজে লাগিয়ে আপনারা সারাদেশব্যাপী কাজ করে যান সেই প্রত্যাশাই রইলো।

আপনাদেরকে আমাদের ক্যাম্পাসটি বেছে নেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই, আমাদের স্কুলের কিছু শিক্ষার্থীদেরকে, যারা আজকের এই ক্যাম্পেইনটির উদ্যোক্তা।”

ক্যাম্পেইনে যুক্ত হতে ঢাকা থেকে উপস্থিত হয়েছিলেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব আনিসুজ্জামান নাহিদ এবং প্রধান সমন্বয়ক জনাব এহসানুল হক জয়। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বিশেষভাবে যুক্ত ছিলেন রক্তকমল ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ নাঈম মজুমদার ও দেবিদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপ এর সক্রিয় স্বেচ্ছাসেবী জনাব নাহিদুল ইসলাম।

“বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, কুমিল্লা জেলা শাখা” এর পক্ষ থেকে কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেইসাথে প্রতিষ্ঠাতা মহোদয় ও প্রধান সমন্বয়ক মহোদয়কেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আনিসুজ্জামান নাহিদ বলেন, “মানুষের কল্যাণে মানবতার কল্যাণে আমরা সারাদেশব্যাপী কাজ করে যাচ্ছি। এক জেলা থেকে আরেক জেলায় ছুটে যাচ্ছি স্বেচ্ছাসেবীদের সক্রিয় করতে। গত ২০ দিন গাজীপুর, রাজশাহী, মৌলভীবাজার ও কুমিল্লা মিলে ৪ টি জেলা ভ্রমণ করেছি। এর আগে আমরা সারাদেশে ২০ টি ক্যাম্পেইন সু-সম্পন্ন করেছি। ইনশাআল্লাহ্ বাংলাদেশের ৬৪ জেলায় আমরা ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করবো।”

এহসানুল হক জয় বলেন, “বাংলাদেশে মুমূর্ষু রোগীদের ৬০% রক্তের জোগান দেয় দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা। তাই আমরা এই তরুণ প্রজন্মের মধ্যে রক্তদানের সচেতনতা আরও ছড়িয়ে দিতে গতকাল ২১ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও সচেতনতা কর্মসূচী এর আয়োজন করি।

প্রতিষ্ঠানে আমরা সকল শ্রেনীর ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করি ও যারা নিজেদের রক্তের গ্রুপ জানে না তাদেরকে ক্যাম্পেইনের স্থানে এসে গ্রুপ চেক করানোর আহ্বান করি।

ক্যাম্পেইনটি সফল করার পিছনে কাজ করা বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর কুমিল্লা জেলা সমন্বয়ক ও কুমিল্লা জেলা দায়িত্বশীল এবং অন্য জেলা থেকে আগত সকল স্বেচ্ছাসেবী ও প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ম্যামকে জানাই আন্তরিক ধন্যবাদ। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি রইলো ভালোবাসা।”

আমন্ত্রিত বিশেষ অতিথি দেবিদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপ এর সক্রিয় স্বেচ্ছাসেবী জনাব নাহিদুল ইসলাম বলেন, “কুমিল্লা জেলার একজন স্বেচ্ছাসেবক হিসাবে বন্ধুমহল কুমিল্লা টিমের সাথে সবসময়ই আছি। অতীতের ন্যায় আগামীতেও থাকবো।”

উল্লেখ্য, প্রায় ৪০০ জন শিক্ষার্থীকে উক্তদিন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে। সারাদেশব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের অংশ হিসেবে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি” কুমিল্লাতে ২১ তম ক্যাম্পেইন অনুষ্ঠিত করে।

আনিসুজ্জামান নাহিদ
প্রতিষ্ঠাতা ও পলিচালক বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.