নরসিংদীতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

“বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, নরসিংদী জেলা শাখা” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও রক্তদানে উদ্ভুদ্ধ করণ কান্দাইল বাস স্টেশন মাধবদী, নরসিংদী -তে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় নরসিংদীর কান্দাইল বাস স্টেশন মাধবদীতে শুরু হয় এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। রক্তদানের কার্যক্রমকে কর্মব্যস্ত মানুষের মাঝে ছড়িয়ে দিতে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, নরসিংদী জেলা শাখা” এর উদ্যোগে এই বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।

ক্যাম্পেইন উপস্থিত ছিলেন নরসিংদী জেলার বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর স্বেচ্ছাসেবীরা। এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম জেলা থেকে আগত আমন্ত্রিত স্বেচ্ছাসেবীরাও উপস্থিত ছিলেন। মোট ২৬ জন স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় ৩০০ জন স্থানীয় বাসিন্দাদের উক্তদিন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে। দেশজুড়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের অংশ হিসেবে নরসিংদীতে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি”  ২৩ তম ক্যাম্পেইন অনুষ্ঠিত করে।

আনিসুজ্জামান নাহিদ
প্রতিষ্ঠাতা ও পলিচালক বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.