“ভোলা অনলাইন সেবা” অ্যাপস তৈরী করলো ডিপ্লোমা পড়ুয়া শিক্ষার্থী

“ভোলা অনলাইন সেবা” নামে একটি অ্যাপস তৈরী করেছেন ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট এর এক শিক্ষার্থী। মোহাম্মদ শাহীন আলম নামে এ শিক্ষার্থী এবার কম্পিউটার টেকনোলজির সপ্তম সেমিস্টারে পড়াশোনা করছেন। ভোলাবাসীর উপকারের জন্য এমন অ্যাপস তৈরী করেছেন এ তরুণ।

“ভোলা অনলাইন সেবা” “Bhola Online seba” অ্যাপস টি ইতিমধ্যেই Goggle Play store এ প্রকাশিত করা হয়েছে। যেখানে অ্যাপস এ ভোলা জেলার সকল উপজেলার জরুরী সেবা প্রদান করবে এবং তথ্যগুলো সেভাবে ই-সংযুক্ত ও সংগ্রহ করা হয়েছে।

২০২২ সালে প্রায় শুরু দিকে অ্যাপসটির কাজ শুরু করা হয়। যা পরিকল্পনা, ডিজাইন, তথ্য সংগ্রহ এবং বাস্তবায়ন সবমিলে প্রায় ৬ মাসের মতো লেগেছে “ভোলা অনলাইন সেবা” অ্যাপস টি তৈরী করতে।

“ভোলা অনলাইন সেবা” অ্যাপস টি চার্জ ছাড়া সম্পূর্ণ ফ্রীভাবে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই ব্যবহার করা যাবে।

কেন এ অ্যাপ তৈরীর ইচ্ছে জাগলো এমন প্রশ্নের জবাবে “ভয়েস অফ হ্যালো”র সাক্ষাৎকারে “ভোলা অনলাইন সেবা”র উদ্যোক্তা মোহাম্মদ শাহীন আলম বলেন, “ভোলা জেলা একটি দ্বীপ অঞ্চল হওয়ার কারণে সাধারণত গ্রাম অঞ্চলগুলোতে জরুরী ভিত্তিতে সেবাগুলো পেতে সময় লাগে, মধ্যরাতে একজন রোগী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার জন্য যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না। এতে বড় ধরনের ক্ষতিও হয়ে থাকে। এ সমস্যাগুলো থেকে যেন কিছুটা হলেও মুক্তি মেলে এজন্য এ অ্যাপস তৈরী করার চিন্তা করি।”

অ্যাপস এর সেবার বিষয়ে ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থী বলেন, “এখন কেউ চাইলে আমার অ্যাপস টি goggle play store থেকে Download করে জরুরী ভিত্তিতে সেবাগুলো নিতে পারবেন। এখানে হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ২৪ ঘন্টা এম্বুলেন্স সার্ভিস এর কল করার মাধ্যমে আরও অন্য সেবাগুলো রয়েছে।”

“ভোলা অনলাইন সেবা” অ্যাপস তৈরীর বিষয়ে শাহিনকে সহযোগিতা করছেন বঙ্গো একাডেমি। অ্যাপস তৈরীতে কেমন সময় লেগেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অ্যাপস তৈরি করতে আমার ৬ মাস মতো সময় লেগেছে, দিন-রাত এক করে কাজ করেছি। গভীর রাত জেগে কাজের জন্য সময় দিয়েছি, পড়াশোনা পাশাপাশি তথ্যগুলো সংগ্রহ করতে সবার নিকটে যেতে হয়েছে।

“ভোলা অনলাইন সেবা” অ্যাপস তৈরী করতে পেয়ে কেমন লাগছে? জবাবে উদ্যোক্তা মোহাম্মদ শাহীন আলম বলেন, “আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দীর্ঘ প্রচেষ্টার ফলে “ভোলা অনলাইন সেবা” অ্যাপস তৈরী করতে পেয়েছি। আমার জেলার আমার জন্মভূমির একজন মানুষ ও যদি আমার অ্যাপস এর মাধ্যমে উপকৃত হয় এটাই আমার প্রাপ্তি। সকলের সহযোগিতা পেলে অনেক দূর নিয়ে যাবো “ভোলা অনলাইন সেবা” জরুরী সার্ভিস ইনশাল্লাহ।

“ভোলা অনলাইন সেবা” অ্যাপস এ যে সকল সেবা গুলো প্রদান করবে:

১ . জরুরী হসপিটাল সেবা

২. জরুরী এ্যাম্বুলেন্স সেবা

৩. জরুরী পুলিশ স্টেশন সেবা

৪. জজকোর্ট আইনজীবীদের সেবা

৫. ভোলার দৃষ্টিনন্দন স্থান ও দৃশ্যপট

৬. ভোলা উপজেলাগুলোর ইউনিয়ন পরিষদ সেবা

৭. জরুরী পল্লী বিদ্যুৎ সেবা

৮. জরুরী ফায়ার সার্ভিস সেবা

৯. রেন্ট এ কার  সার্ভিস

এখনো কিছু তথ্য হালনাগাদ করার কাজ চলছে। ভোলা জেলার মানুষের প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে আরও কিছু সার্ভিস সংযুক্ত করা হবে। এছাড়া কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান “ভোলা অনলাইন সেবা” অ্যাপস এর ক্যাটাগরি অনুযায়ী তথ্যগুলো যুক্ত করতে পারবে। তথ্য সংযুক্ত করতে অ্যাপস এর ডেভেলপার অপশন এ যোগাযোগ করতে পারেন।

“ভোলা অনলাইন সেবা” অ্যাপস টি Download করে ব্যবহার করার জন্য ভোলা জেলার সকলের কাছে অনুরোধ জানিয়েছেন এ তরুণ ডেভেলপার।

“ভোলা অনলাইন সেবা” অ্যাপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন”

“ভোলা অনলাইন সেবা”

ডেভেলপার নাম: মোহাম্মদ শাহীন আলম

Studio: Firojatech IT. System

Student: Bongo Academy learn with jubayer Hossen

প্রতিবেদক-মো: সোহেল রানা

শিক্ষার্থী, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজ।

Comments are closed.