ব্রাহ্মণবাড়িয়ারতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

“বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও রক্তদানে উদ্ভুদ্ধ করণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা” এর ক্যাম্পেইনটির শুভ উদ্বোধন করেন সরাইল উপজেলা চেয়ারম্যান এবং অত্র বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব রফিক উদ্দীন ঠাকুর।

তিনি বলেন, “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি আজকে যে কাজটি করতে এখানে এসেছে সেটা প্রশংসনীয়। উন্নত বিশ্বে বাচ্চা জন্মের সময় রক্ত পরীক্ষা করে কার্ড দিয়ে দেওয়া হয়। এখানকার প্রত্যেকটা শিক্ষার্থী যদি জানে তার রক্তের গ্রুপ কি তাহলে তার পরিবারের মধ্যে প্রতিবেশীদের মধ্যে যদি কখন কারো রক্তের প্রয়োজন হয় তাহলে সে তাদের রক্ত দিয়ে সহযোগিতা করতে পারবে। আবার সে যদি কোনো বিপদে পরে তার এই কার্ডটা যদি সাথে থাকে তাহলে সকলে দ্রুততার সাথে ব্লাড ম্যানেজ করতে সক্ষম হবে।”

রফিক উদ্দীন ঠাকুর বলেন, আজকে যারা এই মহত কাজ করতে এসেছে আমি আমার সরাইল উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং বিশেষ করে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। রক্ত দিলে রক্ত কমে না বরং রক্ত আরো বাড়ে। আমরা যারা স্বেচ্ছায় রক্তদান করি রক্ত দেওয়ার পরে ঠান্ডা পানি খাওয়া উচিত এবং পকেটে টাকা থাকলে ডাবের পানি খাওয়া উচিত। আমরা আশাবাদী বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কাছে, ওরা একের পর এক করে প্রতিটি স্কুলে বিনামূল্যে ব্লাড টেস্ট করে যাবে।”

ক্যাম্পেইনে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব সহিদ খালেদ জামিল খান এবং অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আলহাজ্ব আনোয়ার হোসেন।

ক্যাম্পেইনে যুক্ত হতে ঢাকা থেকে উপস্থিত হয়েছিলেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব আনিসুজ্জামান নাহিদ। এছাড়াও ঢাকা জেলা সমন্বয়কসহ ঢাকা ও ফেনী জেলার কয়েকজন স্বেচ্ছাসেবী।

“বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা” এর পক্ষ থেকে প্রতিষ্ঠাতা মহোদয় ও প্রধান সমন্বয়ক মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আনিসুজ্জামান নাহিদ বলেন, “মানুষের কল্যাণে মানবতার কল্যাণে আমরা সারাদেশব্যাপী কাজ করে যাচ্ছি। এক জেলা থেকে আরেক জেলায় ছুটে যাচ্ছি স্বেচ্ছাসেবীদের সক্রিয় করতে। গত এক মাসে গাজীপুর, রাজশাহী, মৌলভীবাজার, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া মিলে ৫ টি জেলা ভ্রমণ করেছি। এর আগে আমরা সারাদেশে ২১ টি ক্যাম্পেইন সুসম্পন্ন করেছি। ইনশাআল্লাহ্ বাংলাদেশের ৬৪ জেলায় আমরা ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করবো।”

উল্লেখ্য, প্রায় ৭০০ জন শিক্ষার্থীকে উক্তদিন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে। সারাদেশে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের অংশ হিসেবে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি” ব্রাহ্মণবাড়িয়াতে ২২ তম ক্যাম্পেইন অনুষ্ঠিত করে।

আনিসুজ্জামান নাহিদ
প্রতিষ্ঠাতা ও পলিচালক বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.