চুলের যেসব দূর করবে তেজপাতা 

তেজপাতা রান্নার স্বাদ আর গন্ধ বাড়াতে ব্যবহার করা হয়। এই পাতা রান্নার কাজে ছাড়াও স্বাস্থ্যের জন্য বেশ উপকারিতা রয়েছে। তবে চুলের যত্নেও দারুণ কার্যকরী তেজপাতা। অনেকে চুল পড়াসহ চুলের বিভিন্ন সমস্যা ভুগছেন। চুলের এসব সমস্যা দূর করতে তেজপাতা ব্যবহার করতে পারেন। শুধু চুল পড়া বন্ধেই নয়, খুশকি আর চুলের রুক্ষতা কমাতেও দারুণ কার্যকর তেজপাতা।

জেনে নিন তেজপাতা ব্যবহারে চুলের যাবতীয় সমস্যার সমাধান:

চুল পড়া বন্ধ করতে: তেজপাতার নির্যাস ব্যবহার করলে মাত্র পনেরো দিনের মধ্যে চুল পড়া কমে যাবে।  সে জন্য ভালো তেজপাতা পরিষ্কার করে ধুয়ে নিন। এবার একটা পাত্রে এক লিটার পানি গরম করুন। পানি ফুটে উঠলে তাতে তেজপাতাগুলো দেন।

তেজপাতাসহ পানিটুকু পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নেন। এরপরে নামিয়ে ঠান্ডা করে তেজপাতা তুলে ফেলে দিন। এই তেজপাতা ফোটানো পানিটুকু দিয়ে চুল আর মাথা ধুয়ে নিন। প্রতিদিন ব্যবহার করা যাবে।

রুক্ষ চুলের যত্নে: দুই কাপ পানিতে চার-পাঁচটা তেজপাতা দিয়ে ফুটিয়ে নিন। এরপরে তেজপাতা ফেলে দিয়ে পানিটুকু ছেঁকে নিন। শ্যাম্পু করা চুলে এই পানিটুকু ঢেলে কিঝু সময় অপেক্ষা করুন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে একদিন করলে চুলের রুক্ষতা অনেক কমে যাবে। এছাড়া চুল পড়াও কমবে।

খুশকি তাড়াতে:  পরিমাপ মতো কিছু তেজপাতা শিলপাটায় দিয়ে গুঁড়া করুন। আধকাপ নারিকেল তেলে ওই পাতার গুঁড়াটা ঢেলে দিন। নারিকেল তেলের বদলে অলিভ অয়েলও নিতে পারেন। পাতার গুঁড়া মেশানো তেলটা কিছু সময় হালকা আঁচে গরম করে নিন। তারপর এই গরম তেলে তুলো ভিজিয়ে চুলের গোড়ায় আর চুলে মেখে খুব ভালো করে মাসাজ করুন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। কন্ডিশনারও নিবেন। সপ্তাহে একদিন ব্যবহার করলে খুশকি কমে আসবে।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.