অবশেষে চাঁদের আলো

আঁধার কেটে প্রভাত হওয়ায়
বিদ‍্যালয়ে চরণ চালাই,
মাথার উপর মেঘের ভেলায়
সূর্যমামা উনুন জ্বালায়।

নয় তখনও তপ্ত দুপুর
পাড়ি দিয়ে পথ-পুকুর
এলাম বাড়ি ফিরে,
ক্ষুধার জ্বালা ততক্ষণে ধরেছে যে ঘিরে।

প্রভাত পরে দুপুর যখন,
মেঘেরা সব পালায় তখন।

সকাল গেলো, দুপুর গেলো,
সবশেষে সন্ধ‍্যা যেই হলো,
ঐতো চাঁদ, মেঘ ডিঙিয়ে
আলোক নিয়ে এলো।

সামিয়া বিনতে করিম
শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.